Translate

Wednesday, March 30, 2016

চোরের রাজা সাইফুরস-এর শেষ দেখে ছাড়ব: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের
টাকা চুরির (হ্যাকিং) এর ঘটনাকে কেন্দ্র করে
সাইফুরস-এর ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন প্রচার
প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বলেছেন, ‘চোরের রাজা, যিনি চোরামি
শেখাতে চান, তার বিরুদ্ধে ব্যবস্থা কী হবে? এ
দেশের আইন কী বলে? আমরা এর শেষ পর্যন্ত
দেখে ছাড়ব।’
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন
তিনি।
প্রতিষ্ঠানটির প্রধানকে ‘চোরের রাজা’ আখ্যা
দিয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘তার
মাথায় এতো জ্ঞান..., সেই লোকটাকে আদর্শ
হিসেবে ধরে বিজ্ঞাপন দিয়েছেন। ডাক্তার,
ইঞ্জিনিয়ার, গবেষক, হ্যাকার- সব এক মাপে
নিয়ে বলেছেন, আমার কাছে আসো হ্যাকিং
ভালো করে শিখে যাও!’
মন্ত্রী বলেন, ‘চিন্তা করতে পারছেন, ডাক্তার-
ইঞ্জিনিয়ার-গবেষক-হ্যাকার সবাইকে এক
সারিতে নিয়েছেন। বলে গেছেন, এটার জন্য
আমার বিরুদ্ধে কতো কোটি টাকা খরচ করবেন।
আমার তো এক পয়সাও নাই, বিনা পয়সায় জীবন
কাটিয়ে এসেছি, আর মরবার সময় কোটি কোটি
টাকার ভয়...।
নাহিদ বলেন, ‘এজন্য বলি, শুধু জ্ঞান অর্জন করলে
হবে না, ভালো মানুষ হতে হবে। জনগণের প্রতি
দরদী হতে হবে। তবেই সে জনগণের কল্যাণে,
দেশের কল্যাণে, দেশের উন্নয়নে যাবে, নিজেও
স্বার্থক হবে। না হলে সে চোর হবে, ধরা পড়বে,
সর্বনাশ হবে, আল্টিমেটলি বাঁচতে পারবে না।’
‘প্রলোভন দিয়ে যদি হ্যাকিং শিখি, এই যদি
বিজ্ঞাপন দিতে পারে, কে বিজ্ঞাপন ছাপালো,
কে প্রচার করলো, মানুষ কেন প্রতিবাদ করলো
না?’, যোগ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘হাইকোর্টের রায়ে
সাইফু’স এর রমরমা কোচিং ব্যবসা, বেআইনি।
আমরাই বেআইনি করেছি, কিন্তু আমার তো শক্তি
নাই। শক্তি নাই কেন, এখনই চাইলে একদল ছাত্র
নিয়ে ভেঙে-গুঁড়িয়ে দেবো। আমরা সে পথে
যাবো না। হাইকোর্ট রায় দিলেও পারি না।’
নাহিদ আরও বলেন, ‘এটা সমাজ! তিনি নাকি
শিক্ষক ছিলেন, ব্যবসা করার জন্য ছেলে-
মেয়েদের প্রলোভন দেখাচ্ছেন, ভালো হ্যাকার
হতে পারবে, ইংলিশ শিখলে আসো আমার কাছে,
শেখো। আমরা মামলা করছি, আপনাদের
প্রতিক্রিয়া সবার কাছে জানতে চাই।’
সে সময় মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অতিথি এবং
উপস্থিত দর্শক সারিতে সবাই হাততালি দিয়ে
মন্ত্রীকে সমর্থন জানান।
অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক
নীলুফার আহমেদ, এথিক্স অ্যাডভান্সড
টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা
পরিচালক এমএ মুবিন খান উপস্থিত ছিলেন।
এর আগে হ্যাকার বানানোর প্ররোচনা দেওয়ায় গত
২৩ মার্চ সচিবালয়ে সভায় শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ কোচিং সেন্টারটির বিরুদ্ধে
আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সাইফুর’স এর
বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ
ডায়েরিও করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি এবং একটি
শব্দের বানান ভুলে ২ কোটি ডলার রক্ষা পাওয়ার
ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশের পর
একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয় সাইফুরস।

wWw.FB.Com/mNews24

তনু হত্যাকান্ড ফরেনসিক ডিএনএ নমুনা সংগ্রহে ৯ দিন পর লাশ তুলে নিল সিআইডি


মোঃ আলাউদ্দিন মুন্সী (আলাল)

ফরেনসিক ডিএনএ নমুনা সংগ্রহের জন্য নিহত তনু’র লাশ কবর থেকে তুলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে সিআইডি।
তনু হত্যার ৯ দিন পর বুধবার বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র লাশ উত্তোলন করা হয়েছে। তনু’র লাশ উত্তলনের সময় সিআইডির ক্রাইমসিন ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী ইউনিটের সদস্য উপস্থিত ছিলেন। এ সময় কুমিল্লা পুলিশ, সিআইডি ও প্রশাসনের উর্দ্ধতন কর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৮ মার্চ মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন কুমিল্লার একটি আদালত। তনু হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
লাশ উত্তোলনের সময় ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, এ কাজে দায়িত্ব পাওয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, তনুর বাবা ইয়ার হোসেন ও বড় ভাই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০ টার কিছু পরে তনুর কবরের চারপাশ কাপর দিয়ে ঢেকে দেয় পুলিশের সদস্যরা। পরে সিআইডির নো এন্ট্রি লিখা ব্যারিক্যাড দেয়া হয় চার দিকে। কুমিল্লা জেলা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, সিআইডি ও একাজে সম্পৃক্ত ব্যাক্তিরা ছাড়া করস্থানে ২শ গজের মধ্যে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। প্রায় এক ঘন্ট কবর থেকে লাশ উত্তলন করে জরুরী সকল কাজ শেষে করে তনু’র অর্ধ গলিত মরদেহ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজের উদ্যেশে রওনা দেয় পুলিশের কর্মকর্তারা। কুমিল্লা কবরস্থানের পাশে মাঠে একটি সামিয়ানা টানানো হয়। সেখানে প্রশাসনের লোকজন অবস্থান করেন। সকাল থেকে কবরস্থানের পাশে উৎসুক মানুষের ভিড় জমে। তাদের নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের বেগ পেতে হয়।
তনুর বাবা ইয়ার হোসেন সাংবাদিকেদর বলেছেন, ‘তনু হত্যার সঠিক বিচারের জন্য লাশ উত্তোলন করা হচ্ছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। আমি মেয়ে হত্যার সঠিক বিচার চাই।’
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, লাশ উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। অধিকতর আলামত সংগ্রহের পর সেখান থেকে আজই আবার লাশ এনে আগের কবরে দাফন করা হবে।

Tuesday, March 29, 2016

রিজার্ভ চুরির তদন্ত সব কর্মকর্তার ল্যাপটপ জমা দেয়ার নির্দেশ কাজে স্থবিরতার আশঙ্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির পর দেশে-বিদেশে তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা। এর অংশ হিসেবে গতকাল ব্যাংকের সব কর্মকর্তার ল্যাপটপ আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমি ও শাখা অফিসের সব কর্মকর্তার ল্যাপটপ সংশ্লিষ্ট অ্যাকাডেমি বা অফিসের আইটি সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ল্যাপটপ জমা দেয়ার জন্য সময় দেয়া হয়েছে মাত্র দুই দিন। অর্থাৎ আগামীকাল বুধবারের মধ্যে ল্যাপটপ জমা দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে এ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের চলমান তদন্তের স্বার্থে ব্যাংক সব কর্মকর্তার ল্যাপটপ সংগ্রহ করে সিকিউরিটি এজেন্ট ইনস্টল করে নেটওয়ার্ক চলমান করা প্রয়োজন। এ জন্য সব কর্মকর্তাকে ল্যাপটপ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রত্যেক কর্মকর্তার ল্যাপটপ ফেরত দেয়া হবে।
জানা গেছে, বর্তমানে প্রায় দেড় হাজার কর্মকর্তার ল্যাপটপ রয়েছে। হঠাৎ ল্যাপটপ জমা দেয়ার নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মকর্তারা। তাদের মতে, তদন্তের নামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অক্ষম করা হচ্ছে। কর্মস্পৃহা নষ্ট করা হচ্ছে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি বিভাগের কয়েকজন কর্মকর্তা গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংককে শতভাগ ডিজিটালাইজড করা হয়েছে। তদারকি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাথে কার্যত দেশের ৫৬টি ব্যাংক ও ৩২টি আর্থিক প্রতিষ্ঠানের নিবিড় সংযোগ রয়েছে। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক প্রতিবেদন দাখিল করতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। ওইসব প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সরবরাহকৃত তথ্য পর্যালোচনা করে থাকে। কোনো তথ্যে আর্থিক অসঙ্গতি দেখা দিলে, সে অনুযায়ী ব্যাংকগুলোর তদারকি করা হয় এবং প্রয়োজনে ব্যাংকগুলোকে জরিমানা করা হয়। আগে এসব কাজ করা হতো ম্যানুয়ালি অর্থাৎ ব্যাংকগুলো তাদের আর্থিক প্রতিবেদন কাগজের ফাইলে জমা দিত। গত ২০০৯ সালের মাঝামাঝি থেকে এটা অনলাইননির্ভর করা হয়। অর্থাৎ এখন আর কাগজে আর্থিক প্রতিবেদন ব্যাংকগুলো জমা দেয় না, জমা দেয়া হয় অনলাইনের মাধ্যমে।
এ ছাড়া ডিজিটালাইজেশনের আওতায় সরকারের সঞ্চয়পত্রের মুনাফা ও গ্রাহকের মূল টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। আগে গ্রাহককে সরাসরি বাংলাদেশ ব্যাংকে আসতে হতো। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মুনাফা পাচ্ছেন সঞ্চয়পত্রের গ্রাহকেরা। এ ছাড়া প্রতি সপ্তাহেই সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিয়ে থাকে। আর এসব ঋণের নিলাম ডাকা হয় অনলাইনের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পুরো কার্যক্রমই এখন অনলাইনের আওতায় আনা হয়েছে। এসব কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রায় দেড় হাজার ল্যাপটপ সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাদের কার্যক্রমে এখন ল্যাপটপনির্ভর হয়ে পড়েছেন।
এমনি পরিস্থিতিতে তদন্তের নামে ল্যাপটপ জমা দেয়ার নির্দেশনায় হতবাক হয়েছেন অনেক কর্মকর্তা। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডস), ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ, মনিটারি পলিসি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর কার্যক্রম পুরোপুরি কম্পিউটারনির্ভর হয়ে পড়েছে। এসব বিভাগের কর্মকর্তারা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, কোনো এক সপ্তাহের কাজ পিছিয়ে গেলে পুরো মাসের কাজে অচলাবস্থা সৃষ্টি হয়। এ ছাড়া দিনের কাজ দিনেই যেখানে অনেক সময় শেষ করা যায় না, অনেকেই বাসায় গিয়েও ল্যাপটপে অফিসের কাজ করেন এ অবস্থায় কম্পিউটার জমা দিলে কবে তদন্ত শেষ হবে, আর কবে তারা কম্পিউটার ফেরত পাবেন এ আশঙ্কায় ভুগছেন কর্মকর্তারা।
এ দিকে, এর আগে হঠাৎ করে সিকিউরিটির নামে বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার ও ল্যাপটপে ভারতের নাগরিক ও বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত আইটি কনসালট্যান্ট রাকেশ আস্তানার মৌখিক পরামর্শে তারই সরবরাহকৃত সিকিউরিটি প্যাচ নামক একটি সফটওয়্যার ইনস্টল করার নির্দেশ দেয়া হয়। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রথমে তথ্য পাচার হওয়ার আশঙ্কায় এটা ইনস্টল করেননি। কিন্তু পরে বাধ্য হয়ে ইনস্টল করেছেন। এখন আবার ল্যাপটপ জমা দেয়ার নির্দেশনায় একই অবস্থা সৃষ্টি হয়েছে কর্মকর্তাদের মধ্যে।
সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, রিজার্ভ থেকে অর্থ চুরি হওয়ার পর এমনিতে তদন্তের নামে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে নাজেহাল করা হচ্ছে। এতে প্রায় সব বিভাগের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে। অনেকেই শুধু হাজিরা দেয়ার জন্য অফিসে আসছেন। নতুন করে ল্যাপটপ জমা দেয়ার নির্দেশনায় অনেক কাজ বাধাগ্রস্ত হবে। বিষয়টি নতুন গভর্নর ফজলে কবিরের দৃষ্টিগোচর করার জন্যও অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
 wWw.FB.Com/mNews24

রাজকোষ চুরি: ২৪১ কোটি টাকা উদ্ধারের সম্ভাবনা


বাংলাদেশের চুরি যাওয়া অর্থের মধ্য থেকে ৩ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ২৪১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করে তা বাংলাদেশকে ফেরত দেয়া সম্ভব হতে পারে। এমনটা বিশ্বাস করেন ফিলিপাইনের সিনেট প্রেসিডেন্ট রাফ রেকটো। আজ সকালে তিনি ডিজেডএমএম’কে এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন। এ সময় রেকটো বলেন, ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম ওং ফেরত দিতে পারে এক কোটি ৪০ লাখ ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় ১০৯ কোটি ২০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সিনেট ব্লু রিবন কমিটির শুনানিতে কিম ওং স্বীকার করে নিয়েছেন, তার ক্যাসিনো সোলাইরে নিরাপদ হেফাজতে আছে পাচার করা অর্থের ৪৬ লাখ ৩০ হাজার ডলার। অন্যদিকে তার কোম্পানি ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডে আছে এক কোটি ডলার। ওই শুনানিতে কিম ওং আরও বলেন, যদি কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেয় তাহলে এই অর্থ তিনি ফেরত দিতে চান স্বেচ্ছায়। তিনি আরও বলেন, বাংলাদেশের চুরি যাওয়া অর্থের মধ্য থেকে এক কোটি ৭০ লাখ ডলার রয়েছে রেমিটেন্স কোম্পানি ফিলরেম সাভিস করপোরেশনের কাছে। তার এ বক্তব্যের প্রেক্ষিতে সিনেটর রেকটো তার সাক্ষাতকারে বলেন, যদি এই অর্থ তার কাছ থেকে উদ্ধার করা যায় তাহলে মোট উদ্ধার করা অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার ( ৪৬ লাখ ৩০ হাজার ডলার+এক কোটি ডলার+ এক কোটি ৭০ লাখ ডলার)। ওদিকে ফিলরেমের কাছে টাকা থাকার যে দাবি করেছেন কিম ওং তা অস্বীকার করেছেন এ প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সালুদ বাউতিস্তা। তিনি বলেছেন, সব অর্থ রূপান্তরিত হয়ে চলে গেছে। বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার চুরিতে ফিলরেমকে ‘মেজর প্লেয়ার’ বলে আখ্যায়িত করার বিষয়টিও প্রত্যাখ্যান করে বাউতিস্তা। তিনি বলেন, এ দুর্নীতি থেকে ফিলরেম কোন সুবিধা নেয় নি। কিন্তু তার এ কথায় সংশয় প্রকাশ করেছেন সিনেটর রেকটো। তিনি বলেন, কিম ওংকে যে টাকা দেয়া হয়েছে সে বিষয়টি এর আগের শুনানিতে স্বীকার করেন নি বাউতিস্তা।

 wWw.FB.Com/mNews24

আজ তনু'র লাশ কবর থেকে উত্তোলন করা হবে।

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)
আজ বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা ঘটনার আটদিন পর কবর থেকে লাশ উত্তোলনের কথা রয়েছে। আদর্শ সদর এর উপজেলা নির্বাহী কর্মকতা লুৎফুর নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে লাশ উত্তোলনের সময় দায়িত্ব পালন করবেন।
আদালত সুত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল রিপোর্ট তৈরি ও পুনরায় ময়নাতদন্ত করতে তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম কবর থেকে তনুর লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেটকে এ নির্দেশ দেন বিজ্ঞ আদালত ।
বিজ্ঞ আদালতের আদেশের পর কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকতা লুৎফুর নাহারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ বাঙ্গরা বাজার থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আদেশ দেন।
লাশ উত্তোলনের আদেশের পর তনু নিজ উপজেলা মুরাদনগরের সাধারন জনগনের মধ্যে বিরাজ করছে চরম উৎকন্ঠা। কখন লাশ উত্তোলন হবে, লাশ উত্তোলনের সময় কারা কারা আসবে, কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে কি না এনিয়ে সর্বত্র চলছে আলোচনা। সাধারন মানুষের দাবি একটাই তনু হত্যার ঘটনায় যেন সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার হয়।
এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুত্রে জানা যায় চাঞ্চল্যকর তনু হত্যা মামলা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি) থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ মার্চ রাতে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে সেনানিবাস এলাকায় হত্যার পর লাশ একটি জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পরের দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মৃত্যুদণ্ড দেওয়ার পর বিচারকরা কলমের নিব ভেঙ্গে দেন কেন?

 মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারক বা বিচারপতিরা কলমের নিব ভেঙে ফেলেন ! এমন কথা শুনে হয়তো অনেকেই চমকে উঠতে পারেন। কিন্তু না, সেই ব্রিটিশ আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে। আজকের দিন পর্যন্ত এটি চলছেই। তবে প্রশ্ন হলো কেন?

আর উত্তর, কারণ একটি নয়, একাধিক। প্রথমত, এটি একটি প্রতীকী বি‌ষয়। ব্যাখ্যা হল, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে, তা যেন আর কারো জীবন নিতে না-পারে।


দ্বিতীয় ব্যাখ্যাটি এর সঙ্গেই সম্পৃক্ত। বলা হয়, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান। সে কারণেই নিবটি ভেঙে ফেলেন। একজন বিচারক বা বিচারপতি তার দেয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না।

তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার কথা ভাবতে না পারেন।

শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের। কিন্তু কখনো মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে, মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার। সুত্রঃ ইন্টারনেট





খালেদা জিয়া দুর্নীতি ও ষড়যন্ত্রের নেত্রী: মায়া

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার নেত্রী আর খালেদা জিয়া হলেন দুর্নীতি ও ষড়যন্ত্রের নেত্রী।’
 
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী জনতা লীগের ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যারা এখনও দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
 
‘স্বাধীনতার মাস মার্চ মাস- স্বাধীনতাকামী বাঙ্গালী জাতির আনন্দের মাস’ -এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ মাসে শুধু বিএনপি-জামায়াতের মুখে হাসি থাকে না। কারণ তারা এখনও দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
 
                                                                 wWw.FB.Com/mNews24

হাইটেক পার্কে গড়ে উঠবে বিশ্বমানের ব্যবসায়িক পরিবেশ

 
 
আইসিটি সংক্রান্ত আধুনিক হাইটেক শিল্প স্থাপনের জন্য বিশ্বমানের পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে কালিয়াকৈর হাইটেক পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কের জন্য প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
 
মঙ্গলবার সকালে শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়।
 
প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৯৪ কোটি টাকা। এটি বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরিতে সহায়তা করবে। ঢাকা, গাজীপুর, যশোর, খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম হাইটেক পার্কেও প্রকল্পটি বাস্তবায়িত হবে।
 
হাইটেক পার্কসহ একনেক সভায় মোট আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ১ হাজার ৪৪২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ৪৬৩ কোটি ৮৫৫ লাখ টাকা, বাকি টাকা সরবরাহ করবে সরকার (জিওবি)।
 
                                                                  wWw.FB.Com/mNews24

রিজার্ভ চুরির তথ্য জাতির কাছে তুলে ধরুন: সরকারকে বিএনপি

 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করে সেই তথ্য জাতি সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
 
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এ দল মনে করে, রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার যথাযথ তদন্ত করে তা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সমগ্র জাতি জানতে চায়, কারা এই লুণ্ঠনের সাথে জড়িত, কিভাবে এই ঘটনা ঘটলো।
 
তিনি বলেন, সরকার কোনভাবেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার দায় এড়াতে পারে না। এ পর্যন্ত চুরির ঘটনার কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেনি।
 
সংবাদ সম্মেলনে ব্যাংকের অর্থ চুরির বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিমত ও মতামতের উপর ভিত্তি করে তৈরি একটি গবেষণালব্ধ প্রতিবেদন তুলে ধরেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যামা ওবায়েদ।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ।
 
                                                                           wWw.FB.Com/mNews24

অর্ধশতাধিক যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই, সাইপ্রাসে অবতরণ

 
 
মিশরের ইজিপ্ট এয়ারলাইনের বিমান আলেকজান্দ্রিয়া বিমান বন্দর থেকে কমপক্ষে ৫৫ জন যাত্রীসহ ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমান সাইপ্রাসের লারনাকা বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।
 
সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিশরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। 
 
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটিতে একাধিক হাইজ্যাকার রয়েছে। মিশরের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পাইলটকে আত্মঘাতী বিস্ফোরণের হুমকি দিয়ে সাইপ্রাসে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিবৃতিতে আরো জানিয়েছে,  বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার সহ মোট ৬১ জন ছিল। এর আগে জানা গিয়েছিল এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।
 
                                                                                    wWw.FB.Com/mNews24

Monday, March 28, 2016

বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার : বোলিং অ্যাকশনের ত্রুটি শোধরানোর কাজ শুরু করে দিয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। মিরপুর ইনডোরে বোলিং কোচ হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে বেশ খানিকটা সময় বোলিং করেছেন। বিশেষ করে বাউন্সার। ৭ মার্চ হল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ১৫ মার্চ চেন্নাইয়ের একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। অন্যসব ডেলিভারিতে কোন সমস্যা না থাকলেও বাউন্সারে সমস্যা ধরা পড়ে। তার করা ৯ বাউন্সারের মধ্যে ৩টিতে ত্রুটি ধরা পড়ে। এরপর আইসিসি তাকে সাময়িক নিষিদ্ধ করে। বিসিবি সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিউ আপিল করলেও আইসিসির বিশেষজ্ঞ প্যানেল তা খারিজ করে দেয়। বাউন্সারে সমস্যা ধরা পড়ায় শুধু এটা নিয়েই কাজ করবেন তাসকিন। নিজেকে প্রস্তুত বলে মনে হবার পরই সুবিধেজনক কোন সময়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন তাসকিন। তবে বোলিং পরীক্ষা দেয়ার নির্দিষ্ট কোন সময়সীমা নেই। তবে পরীক্ষায় পুনরায় ত্রুটি ধরা পড়লে ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যাবে তাসকিনের।

                                         wWw.FB.Com/mNews24

ভারতে সরাসরি সম্প্রচারের সময়ে আকরামকে হেনস্থা!

স্পোর্টস রিপোর্টার : ভারতে সরাসরি টিভিতে সম্প্রচারের সময়ে হেনস্থার শিকার হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১১টার সময়ে ‘আজ তাক’ টেলিভিশনে লাইভ অনুষ্ঠানের সম্প্রচার চলার সময়ে। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস বিশ্লেষণে তখন নিজের মতামত দিচ্ছিলেন আকরাম। হঠাৎই তাকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েকজন। লাইভ টেলিভিশনের পর্দায় দেখা যায়, একজন আকরামের টেবিলের সামনে রাখা মাইক কেড়ে নিচ্ছেন। দৃশ্যতই থতমত আকরাম তখন তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। তবে কেন এই আক্রমণ, তা নিয়ে মুখ খোলেননি ওই চ্যানেল কর্তৃপক্ষ। যদিও বিষয়টি নিয়ে টুইট করেই দায় সেরেছেন তারা। আজ তাক এর স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্ত হাল্কা চালে বলেছেন, বন্ধুরা, চিন্তার কোনও কারণ নেই। ওয়াসিম আকরামের সঙ্গে ভুলভাল কোনও কিছু হয়নি। কয়েকজন শুধু তার ক্যামেরায় বাধা দিয়েছেন। দ্যাটস অল! মুম্বাইয়ে ওই লাইভ অনুষ্ঠানে আকরামকে প্রশ্ন করছিলেন বিক্রান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আকরাম। সেই সময়ই কয়েকজন সম্প্রচার বন্ধ করতে এগিয়ে আসেন বলে জানা গিয়েছে। ভারতের প্রখ্যাত সাংবাদিক জাকা জেকব এই ঘটনার নিন্দা করে বলেন, প্রিয় দেশভক্তরা, ওয়াসিম আকরামকে হেনস্থা করাটা বীরত্বের লক্ষণ নয়, এটা কাপুরুষতা।
                                                   wWw.FB.Com/mNews24

দেশে ফিরে পাকিস্তানিদের তিক্ত অভিজ্ঞতা

স্পোর্টস রিপোর্টার : ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। শহীদ আফ্রিদি ছাড়া সবাই দেশে পৌঁছেছেন করাচি ও লাহোর বিমানবন্দরে। কিন্তু সেখানে নেমেই পড়তে হয় প্রতিকূল পরিবেশে। রবিবার রাতে লাহোর ও করাচি বিমানবন্দরে নামেন পাক দলের খেলোয়াড়রা। অপেক্ষমান কয়েকশ ক্ষুব্ধ সমর্থকরা রীতিমতো নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। সবাই ‘শেম’-‘শেম’ (লজ্জা) সেøাগান দেন। নিজেদের দেশেই হাফিজ-আকমলদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়িতে উঠতে হয়। আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। কিন্তু, পরের তিন ম্যাচেই (ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) টানা হারে সেমিফাইনালের দৌড়ে ছিটকে যায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। এর আগে এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান।


                                                           wWw.FB.Com/mNews24

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ফিকশ্চার

স্পোর্টস রিপোর্টার : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছে। গ্রুপ-১ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, গ্রুপ-২ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড। আর গ্রুপ রানার আপ হয়ে সেমিতে উঠেছে ভারত। আগামী ৩০ ও ৩১ মার্চ সেমিফাইনালের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ। ৩০ মার্চ প্রথম সেমিফাইনালে লড়বে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ-ভারত দ্বিতীয় সেমিফাইনাল। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইতে।

                                             wWw.FB.Com/mNews24

বিশ্বমিডিয়ায় মাশরাফির বক্তব্যের ভুল ব্যাখ্যা

স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ঢাকায় পৌঁছে বিমানবন্দরে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপে পারফরম্যান্সের বিষয়ে কথা বলেন। এই সময় দেয়া মাশরাফির বক্তব্য নিয়ে বিশ্ব মিডিয়া ভুল ব্যাখ্যা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মাশরাফি। গালফ টুডে লিখেছেন, বাদ পড়ার জন্য বোলারদের উপর নিষেধাজ্ঞাকে দুষলেন মুর্তজা। দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গণমাধ্যম সুপার স্পোর্টস লিখেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মুর্তজা। ডেইলি মেইল লিখেছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা আসলে আইসিসিকে দোষ দিয়ে কিছু বলেননি। তিনি বলেছিলেন, টুর্নামেন্টের মাঝ পথে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল তার সাথে আমাদের মানিয়ে নেয়া কঠিন ছিল। তারা থাকলে হয়ত আমরা আরও ভালো করতে পারতাম। যদিও আমরা সব ম্যাচে হেরেছি তারপরও আমরা প্রমাণ করেছি টি-টোয়েন্টিতে আমাদের হারানো কঠিন।

                                                                                wWw.FB.Com/mNews24

তারেক ইন্টারপোলকে বিভ্রান্ত করেছেন: পুলিশ

ইন্টারপোল থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রেড নোটিশ প্রত্যাহার কোনোভাবেই ফৌজদারি অপরাধের দায়মুক্তি প্রদান করে না বলে দাবি করেছে পুলিশ সদর দফতর।
তাদের দাবি, লবিস্ট নিয়োগের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারেক রহমান ইন্টারপোলকে বিভ্রান্ত করে রেড নোটিশ থেকে নাম প্রত্যাহার করিয়েছেন। পুলিশ সদর দফতর থেকে বিষয়টি জানতে চেয়ে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। সোমবার 'তারেক রহমানের ইন্টারপোল রেড নোটিশ সংক্রান্ত পুলিশ হেডকোয়াটার্সের বক্তব্য' শীর্ষক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলাসহ ১৩টি মামলার চার্জশিটভুক্ত আসামি তারেক রহমান। গত বছর ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করে পুলিশ সদর দফতর।
বিচারাধীন পলাতক আসামিকে ইন্টারপোল রেড নোটিশ জারির মাধ্যমে গ্রেফতার করে আদালতে হাজির করা সম্পূর্ণ বিধিসম্মত এবং ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয়।
বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রেরিত দলিলাদি ইন্টারপোল সচিবালয় পরীক্ষা-নিরীক্ষা করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে সম্পূরক তথ্যাদি ও দলিলাদি চেয়ে তা বিশ্লেষণ করে রেড নোটিশ জারি করে।
পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখা ধারণা করছে, উক্ত রেড নোটিশ জারির পর তারেক রহমান বিভিন্ন প্রকার জাতীয় ও আন্তর্জাতিক লবির মাধ্যমে কমিশন ফর দ্যা কন্ট্রোল এফ ইন্টারপোল ফাইলস (সিসিএফ) এর নিকট তার স্বপক্ষে বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন। এর প্রেক্ষিতে ইন্টারপোল প্রথমে রিভিউ ও পরে রেড নোটিশ বাতিল করে।
রেড নোটিশটি রিভিউ করার পর্যায়ে এর কারণ সম্পর্কে জানতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তারেক রহমান প্রটেকটিভ স্ট্যাটাসে আছে বিধায় তার রেড নোটিশ বাতিল করার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রটেকটিভ স্ট্যাটাস বিষয়টি বোধগম্য না হওয়ায় কে বা কোন দেশ তাকে প্রটেকটিভ স্ট্যাটাস প্রদান করেছে জানতে চাওয়া হয়। এ বিষয়ে ইন্টারপোল থেকে কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হয়, রাজনৈতিক আশ্রয়ের মতো প্রটেকটিভ স্ট্যাটাসও বিদেশে আশ্রয় গ্রহণের অন্য একটি উপায়।
কোনো তদন্তাধীন ফৌজদারি মামলায়ও আসামিদের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিধান ও দৃষ্টান্ত রয়েছে। তারেক রহমান একাধিক ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি যা আদালতে বিচারাধীন। এরপরও তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত রেড নোটিশ কী কারণে প্রত্যাহার হবে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে যে মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল তা কোনোক্রমেই রাজনৈতিক মামলা নয়।

                                                                    wWw.FB.Com/mNews24

উচ্চশিক্ষার মান যাচাইয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনের খসড়া অনুমোদন


দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন (স্বীকৃত) কাউন্সিল আইন ২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির খসড়া অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে এবং বিশ্বমানের উচ্চশিক্ষা দেয়ার লক্ষ্যে এটা যুগান্তকারী আইন।
১১ সদস্যের এই কাউন্সিলের নেতৃত্ব দেবেন সরকার নিযুক্ত একজন চেয়ারম্যান। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদ ছাড়া কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চশিক্ষার সনদ দিতে পারবে না।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভুল তথ্য দিলে বা কোনো তথ্য গোপন করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং অ্যাক্রেডিটেশন বাতিল করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাউন্সিলের মূল দায়িত্ব হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষাকার্যক্রম যাচাই করে স্বীকৃতি দেয়া।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি বিভাগ, কোর্স বা প্রোগ্রামের (ডিসিপ্লিন) জন্য পৃথক কমিটি গঠন করে এ সম্পর্কে যাচাই করবে কাউন্সিল। এরপর ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে 'অ্যাক্রেডিটেশন ও কনফিডেন্স' সনদ দেয়া হবে। এই সনদের একটি নির্ধারিত মেয়াদ থাকবে। সনদ সবার জন্য উন্মুক্ত রাখতে তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে দিতে হবে।
এই কাউন্সিল যৌক্তিক কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বা এর অধীন কোনো ডিগ্রি প্রোগ্রামের 'অ্যাক্রেডিটেশন ও কনফিডেন্স' সনদ বাতিলও করতে পারবে। কাউন্সিলকে তার কাজের জন্য সরকারের কাছে জবাবদিহি করতে হবে।
এছাড়া আজকের বৈঠকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৮৫ সালের অধ্যাদেশটি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আইনে রূপ দেয়া হল।
তিনি আরও বলেন, এতে গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে গভর্নিং বডি করে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে শক্তিশালী করা। পাশাপাশি আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা তৈরি করার নির্দেশনা রয়েছে এই আইনে।
প্রথম শ্রেণির বিমানবন্দরে উন্নীত করতে হলে যুগোপযোগী এই আইনটি করা দরকার ছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া আজকের বৈঠকে বাংলাদেশ রেলওয়ে কনটেইনার পরিবহন সার্ভিসকে স্বতন্ত্র কোম্পানির মাধ্যমে পরিচালনার লক্ষ্যে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

                                                                       wWw.FB.Com/mNews24

খুলনায় বাঘের চামড়া উদ্ধার, আটক ২

খুলনা জেলার কয়রা উপজেলা মহেশ্বরী পুর ইউনিয়নের সাতলিয়া গ্রামের জনৈক আলতাফের বাড়ি থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
সোমবার সকালে র‌্যাব-৬ এর উপ-পরিচালকের পক্ষে মেজর মোহাম্মদ সুরুজ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ এর প্রধান কার্যালয় লবণচোরায় সাংবাদিকদের আটক দুজন ও বাঘের চামড়া প্রদর্শন করা হয়।
আটকরা হলেন— খুলনা সোনাডাঙ্গার মৃত শেক পিয়ার মোহাম্মদের ছেলে শেখ মনিরুজ্জামান (৪৫) ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের আনোয়ার আলীর ছেলে মো. রজমান আলী (৪০)।
আটক বাঘের চামড়া দৈর্ঘ্য ৭ ফুট ১ ইঞ্জি এবং লেজসহ ৯ ফুট ১১ ইঞ্জি। প্রস্থ ২ ফুট ৪ ইঞ্জি। ওজন ২ দশমিক ১৯৫ কেজি। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
বাঘের চামড়া ও আসামিদের কয়রা থানায় হস্তান্তর করা হবে।
                                                                                           wWw.FB.Com/mNews24

ঋণের সুদের হার কমাতে সংসদীয় কমিটির উদ্যোগ

ঋণের উচ্চ সুদ হারের লাগাম টেনে ধরতে বেসরকারি ব্যাংকগুলোকে ডাকা হবে। সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় বসবে সংসদীয় স্থায়ী কমিটি। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে সুপারিশ আকারে এ সিদ্ধান্ত নেয়া হয়। উদ্দেশ্য, যাতে ইচ্ছেমতো বেসরকারি ব্যাংকগুলো ঋণ ও অগ্রিমের সুদের হার আরোপ করতে না পারে। এছাড়া সুদ হারে ব্যাংকগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা থাকলেও বেশির ভাগ ব্যাংক উচ্চ সুদের লাগাম ধরে বসে আছে। ফলে উদ্যোক্তারা এভাবে ঋণ নিয়ে শিল্প দাঁড় করাতে পারছে না। ব্যাংক ঋণ পরিশোধ করা তো দূরের কথা উচ্চ সুদের চাপে চিড়েচ্যাপটা হতে হচ্ছে তাদের। দায়দেনা নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। এসব কারণে যেসব ভালো উদ্যোক্তা ব্যাংক ঋণ যথাসময়ে পরিশোধ করতে চান তারাও উৎসাহ হারিয়ে ফেলেছেন। এতে করে বিনিয়োগে ভাটা পড়েছে।
সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবার সুদের হার কমাতে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। বৈঠকের কার্যবিবরণী সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
এ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ মান্নান রোববার যুগান্তরকে বলেন, এ বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি। আলোচনার আগে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, সুদের হার আলাদাভাবে বেসরকারি ব্যাংকগুলো কমাতে পারবে না। সার্বিকভাবে গোটা ব্যাংকিং খাতে সুদের হার একটা বান্ডেলে থাকবে। কোনো ব্যাংক ১০ শতাংশ হারে, আবার কেউ ১৩ শতাংশ হারে সুদ নিয়ে বাজারে ব্যবসা করতে পারবে না। তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে সুদের হার নির্ধারণ করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী ব্যাংকগুলো তাদের সুদ হার ঠিক করে নেয়। আমাদের এখানে সেই ভূমিকা শক্তিশালী না থাকায় এ সুযোগ নিচ্ছে অনেকে।
সংশ্লিষ্ট সূত্র মতে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চ সুদ এবং সুদ হারের ভিন্নতার বিষয়টি আলোচনায় উঠে আসে। ওই বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক রোববার যুগান্তরকে জানান, আমরা প্রথম থেকেই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কথা বলে আসছি। সংসদীয় কমিটির একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে এখনও এ সুপারিশ বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও সুদের হার এত বেশি নেই। সংসদীয় কমিটির মতে, অতিরিক্ত ঋণের সুদের হার বিনিয়োগে প্রধান প্রতিবন্ধক। এ প্রতিবন্ধকতা দূর করতে সুদের হার সিঙ্গেল ডিজিটে কমিয়ে আনার কোনো বিকল্প নেই।
এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পক্ষ থেকে ওই বৈঠকে ব্যাংক ঋণ ও অগ্রিম সুদের হার আলাদাভাবে তুলে ধরা হয়েছে। সুদের হার ক্রমান্বয়ে কমছে বলে ব্যাংকগুলোর পক্ষ থেকে বৈঠকে আভাস দেয়া হয়। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পে ব্যাংক ঋণের সুদের হার কমে আসার বিষয়টিও নজরে আনা হয়। স্থায়ী কমিটির ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান বলেন, সুদের হার নির্ধারণ হয় মার্কেটের মাধ্যমে। তবে সুদের হার কমানোর ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে নন-পারফর্মিং ঋণ। যে কারণে সুদের হার কমানো যাচ্ছে না। তিনি আরও বলেন, ব্যাংকগুলোতে কস্ট অব ফান্ড ধীরে ধীরে কমে আসছে। ডিপোজিট রেট ও স্প্রেডও আগের চেয়ে কমে আসছে। ভালো ব্যবসায়ীদের জন্য ব্যাংকগুলো এগিয়ে আসছে। তবে সুদের হার কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ফরেন এক্সচেঞ্জ ঋণ তৈরি করে সুদের হার কমানো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জানুয়ারি থেকে ২ শতাংশ করে সুদের হার নামিয়েছে। ড. আতিউর রহমান বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের শেষদিকে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে স্পর্শ করবে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কৃষি ঋণ বিতরণে স্বচ্ছতার বিষয়টি আলোচনা হয়। কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে অনিয়ম তুলে ধরা হয়। এছাড়া দুগ্ধ ও পোলট্রি শিল্পে ঋণের অভাবে পণ্য প্রক্রিয়াজাত করা যাচ্ছে না তাও বলা হয়। বৈঠকে আরও বলা হয়, বিভিন্ন ব্যাংকের সুদের হারে ভিন্নতা আছে। কোথাও ৮ শতাংশ, কোথাও ১২ থেকে ১৩ শতাংশ। তিনি আরও বলেন, কৃষি এবং শিল্পক্ষেত্রে আরও বেশি সহযোগিতার আগ্রহ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফলে সুদের হার কমাতে হবে। এজন্য ব্যাংকের ঋণ ও অগ্রিম সুদের হার বিষয়ে পরবর্তীকালে প্রাইভেট ব্যাংকসহ আবারও আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের এ সিদ্ধান্ত পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে।
ওই বৈঠকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবদুল হামিদ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র অগ্রণী ব্যাংক কৃষি খাতে ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। বর্তমান ঋণ প্রদান আগের তুলনায় অনেক স্বচ্ছ হয়েছে।
উল্লেখ্য, ঋণের বিপরীতে মাত্রাতিরিক্ত সুদ আদায়ের নামে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যথেচ্ছ ব্যবসা করছে। এক্ষেত্রে তারা বাংলাদেশ ব্যাংকের বিধি মানছে না। হিসাবের মারপ্যাঁচের মাধ্যমেও বাড়তি সুদ আদায় করছে। ব্যাংকগুলো সুদ হিসাব পদ্ধতিতে ফাঁকি দিতে তিন মাস পরপর সুদকে মূলধনে রূপান্তর করছে। মূলধনের পাশাপাশি সুদের ওপরও সুদ আরোপ করছে, যা আঞ্চলিক ভাষায় ‘চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ বা মহাজনী ব্যবসা।’ এছাড়া ব্যাংকগুলো নিয়মিতভাবে ঋণের মূল টাকা থেকে সুদ বা অন্যান্য সার্ভিস চার্জ আদায় করছে। এতে গ্রাহক ঋণের পুরো টাকা হাতে না পেলেও পুরো ঋণের ওপর সুদ দিতে হচ্ছে। এ প্রক্রিয়ায় সুদের হার আরও বেড়ে যাচ্ছে।
উদ্যোক্তারা বলছেন, এত চড়া সুদে ঋণ নিয়ে শিল্প স্থাপন সম্ভব হচ্ছে না। করলেও প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। তারা অবিলম্বে সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জোর দাবি জানিয়েছেন। অন্যথায় দেশে বিনিয়োগ বাড়বে না। শিল্পায়ন হবে না। কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। ঋণের সুদের হার সবচেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোতে। সরকারি ব্যাংকগুলোতে এই হার তুলনামূলকভাবে কম হলেও ‘উপরি’ খরচ বেশি পড়ায় ঋণের ব্যয় বাড়ছে, যা সুদের হার বাড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক সদস্য বলেন, নির্দেশ দিয়ে ব্যাংকের সুদের হার কমানো যাবে না। তবে নানা ধরনের ব্যবস্থা নিয়ে সুদের হার কমানো যেতে পারে। পাশাপাশি এক্ষেত্রে সরকার সরাসরি যেটি করতে পারে তা হচ্ছে, নির্দিষ্ট কয়েকটি খাতে ভর্তুকির ঘোষণা দেয়া। উদাহরণ দিয়ে তিনি বলেন, সুদের হার ৯ শতাংশ হলে সরকার এক শতাংশ ভর্তুকি দিতে পারে। এতে উদ্যোক্তাদের কাছে সুদের বোঝা কমে আসবে।                   
                                                              wWw.FB.Com/mNews24

আজ রিভিউ আবেদন করবেন নিজামী



একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী আজ রিভিউ আবেদন করবেন। ।

তার পক্ষে এ আবেদন করা হবে বলে জানান তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন।

এর আগে গত ১৫ মার্চ মৃত্যুদণ্ড দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর দুই দফা মতিউর রহমান নিজামীর আইনজীবী ও পরিবারের সদস্যরা গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি নিজামীর সঙ্গে দেখা করেন।

এ সময় তিনি তাঁদের সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে জানান তার আইনজীবী মতিউর রহমান আকন্দ।

নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১৫ মার্চ প্রকাশ করা হয়। চূড়ান্ত আপিলের রায়ে তিনটি অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড, তিনটিতে খালাস, দুটিতে যাবজ্জীবন দেওয়া হয়।

গত ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ৮ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।

২০১৪ সালের ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।
                                                                      wWw.FB.Com/mNews24

কলেজ ছাত্রী তনুর কবর পাহারায় পুলি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর কবর পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ আলামত সংগ্রহ ও পুন:ময়নাতদন্ত করার জন্য সোমবার বিকালে নির্দেশ দেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম ।

এরপর পুলিশ সুপারের নির্দেশে মুরাদনগর উপজেলার নব গঠিত বাঙ্গরা বাজার থানার এএসআই কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মির্জাপুর গ্রামে গিয়ে রাত সাড়ে ৯টার পর থেকে তনুর কবরের পাশে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

রাত ১০টায় ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে লাশ উত্তোলন না করা পর্যন্ত কবরের পাশে পুলিশ মোতায়েন থাকবে।

সোমবার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলন করে ডিএনএ আলামত সংগ্রহ ও পুন:ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেন।

এদিকে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত কোন আসামিকে আইনগত সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবি সমিতি। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক এড. মো.মাহবুবুর রহমান।

তিনি জানান, মেধাবী ওই কলেজ ছাত্রীর নৃশংস হত্যাকা-ের সঙ্গে জড়িত কোন আসামি গ্রেফতার করা হলে আমরা আইনগত সহায়তা দেবো না। সমিতির আগামী কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
                                                                          wWw.FB.Com/mNews24

কুমিল্লার দাউদকান্দি ও তিতাস এবং হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৪

২৮ মার্চ, ২০১৬। সময়: ০৬.০২.PM
কুমিল্লা ও হবিগঞ্জে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় দুজন এবং হবিগঞ্জের সদর উপজেলার চানপুরে ও মাধবপুর উপজেলার রাজনগরে দুজন বজ্রপাতে নিহত হন। আজ সোমবার বিকালে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হন। পরে তাদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন দুজনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর চরমোহাম্মদী গ্রামে গোমতী নদীর পাড়ে ড্রেজারে বালু তোলার কাজ করার সময় দিনমজুর লক্ষীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ জগবন্ধু গ্রামের আবদু কাদের মিয়ার ছেলে মো. বাবুল (২২) বজ্রপাতে মারা যান। অপরদিকে তিতাস উপজেলার মটুপী গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. রাসেল (২০) ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
অপরদিকে একই দিন দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে হবিগঞ্জে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, আজ সোমবার দুপুরে সদর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুছ ছাত্তারের ছেলে আজমান মিয়া (৪০) স্থানীয় শাহপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মিম আক্তার (৮) দুপুরে বাড়ির বারান্দায় বসেছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটস্থলেই সে মারা যায়।
                                                                wWw.FB.Com/mNews24

পাকিস্তানের লাহোরে পার্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০



পাকিস্তানের লাহোর শহরে একটি পার্কে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭০- এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। শহরের মেয়র জানিয়েছে, জনাকীর্ণ একটি পার্কে ওই হামলায় আহতের সংখ্যা প্রায় ১৯৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বলছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকেলে সেখানে অনেকগুলো পরিবার ভিড় জমিয়েছিল। তাদের অনেকেই ইস্টার সানডে পালন করছিল। একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিস্ফোরণে আহতদের হাসপতালে নেয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই শিশু। পালাতে গিয়ে অনেক শিশুই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লাহোরের খ্রিস্টান বাসিন্দাদেরকে ইচ্ছে করেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জামাত-উল-আহরার নামে পাকিস্তানী তালেবান গ্রুপ-এর একটি অংশ জানিয়েছে। খ্রিস্টান সংখ্যালঘুদের উপরে এই ধরনের হামলার নিন্দা জানিয়েছে ভ্যাটিকান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হামলার ঘটনার পর নিজের সমবেদনা জানিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছিলেন শিশুরাই এই বোমা হামলায় সবচেয়ে বেশি শিকার হয়েছে। খ্রিস্টান জনগোষ্ঠী তাদের রোজা শেষ করে ইস্টার সানডে উদযাপন করছিলো। এই ধরনের উদযাপনে এখানে প্রচুর খ্রিস্টানের আনাগোণা হয়। পার্কের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
                                                                         wWw.FB.Com/mNews24

সর্বস্তৱেৱ ওলামায়ে কেৱাম ও তাওহীদি জনতাৱ আন্দোলনেৱ ফসল ৱাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকায় মিষ্টি খাওয়া আর বিজয় মিছিল




                                                                         wWw.FB.Com/mNews24

তনুর লাশ উত্তোলনের আদেশ আদালতের



কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কবর থেকে তার লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনঃময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এই নির্দেশ দেন। তনুর লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে এ আদেশ দেওয়া হয়। এদিকে তনু হত্যাকাণ্ডের আটদিন অতিবাহিত হলেও হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় প্রতিদিনের মতো সোমবারও কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদী ছাত্র-জনতার প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত ছিল। সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে সেনানিবাস এলাকায় হত্যার পর লাশ তার সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পর দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে মামলাটি তদন্ত করেন কোতোয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য গত ২৫ মার্চ রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। কিন্তু প্রাথমিক সুরতহাল ও লাশের ময়নাতদন্তে কিছু অসঙ্গতি থাকায় মামলাটি ডিবিতে হস্তান্তরের পর সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি একেএম মনজুর আলম কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে কবর থেকে লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করেন। এরপর আদালত কবর থেকে তনুর লাশ উত্তোলনের অনুমতি দেন। এছাড়াও হত্যাকাণ্ডের সময় তনুর পরিধেয় বস্ত্র ছাড়াও অন্যান্য সামগ্রীর ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তা ওসি একেএম মনজুর আলম জানান, আদালতের আদেশের পর দুদিনের মধ্যে লাশ উত্তোলন করা হবে।
  
                                                                                      wWw.FB.Com/mNews24

আজ আদালতে রাষ্ট্রধর্ম ইসলাম বহালের পক্ষে আইনি লড়াই করবেন মুসলিম জাতীর শ্রেষ্ঠ ৫ সন্তানঃ

আজ আদালতে রাষ্ট্রধর্ম ইসলাম বহালের পক্ষে
আইনি লড়াই করবেন মুসলিম জাতীর শ্রেষ্ঠ ৫
সন্তানঃ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
এডভোকেট আবেদ রেজা
আল্লাহ তাঁদের সহায় হোন।আমীন।

www.fb.com/mNews24

Sunday, March 27, 2016

দেশে হিজড়ার সংখ্যা ৯,৮৯২

দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ৯ হাজার ৮৯২ জন। আজ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
মুহিবুর রহমানের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল বয়স্ক হিজড়াদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এ ছাড়া হিজড়াদের জীবনমানের উন্নয়নে প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ এবং উচ্চস্তরে এক হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।
প্রশ্নোত্তরের আগে বিকেল তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে হবে বলে আজ সংসদে আবারও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজার ৯৬০টি।
হাজী সেলিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড অনুমোদিত ইবতেদায়ি, দাখিল ও আলিম স্তরের মাদ্রাসার সংখ্যা ১৬ হাজার ২৮২টি। এর মধ্যে তিনটি সরকারি মাদ্রাসা রয়েছে। চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে মাদ্রাসা খাতে ২ হাজার ২৩৬ কোটি ৭৯ লাখ বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়া ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ১৯৮৬ অনুযায়ী সাংসদদের অবস্থানক্রম ১৩। ১৯৭২ সালের প্রিসিডেন্সে সাংসদের অবস্থান ছিল ১৮তম।
                                                   wWw.FB.Com/mNews24

ছড়িয়ে পড়ছে ক্ষোভ

FB Fan PAGE mNews24
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যার ঘটনায় ফুঁসে উঠছে মানুষ। এ ক্ষোভ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। চলছে মিছিল-মানববন্ধন-প্রতিবাদী সভা। অবরোধ করা হয়েছে মহাসড়ক।
গতকাল রোববারও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত সোহাগী হত্যাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।
কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সোহাগী হত্যার সাত দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারছে না। এটা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা। সোহাগী হত্যার বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাই যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।
২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। হত্যা মামলাটি শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গত শুক্রবার রাতে র্যা ব ও শনিবার পুলিশ সদস্যরা সোহাগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় এ পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।
সোহাগীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে শুরু হয় বিক্ষোভ-সমাবেশ। পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের নেতা-কর্মীদের রোড মার্চও এতে যোগ দেয় l ছবি: প্রথম আলো 
শাহবাগে সড়ক অবরোধ: হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচির আহ্বানকারীদের একজন অনুপম বলেন, বিকেল সাড়ে চারটা থেকে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। পরে মিছিল নিয়ে তাঁরা শাহবাগ মোড়ে যান। শাহবাগে সড়ক অবরোধ শেষে ঘোষণা দেওয়া হয়, আজ সোমবারের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলে শাহবাগে লাগাতার অবরোধ শুরু করা হবে। এ ছাড়া আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে মানববন্ধন হবে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সভায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে।
কুমিল্লায় গণজাগরণ মঞ্চ: কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে বেলা তিনটায় সমাবেশ করেছে ঢাকার গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে আগামী বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে এ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী ইয়াসমিন হত্যার সময় রাস্তায় নেমেছেন। আমরা চাই, তিনি তনু হত্যার বিষয়ে নামবেন। তনু যদি মন্ত্রী, রাজনীতিবিদদের মেয়ে হতো, ক্যান্টনমেন্ট থেকেও কতজনকে ধরে নিয়ে যেত। কিন্তু তনুর জন্য কাউকে ধরবে না।’ সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, ভাস্কর রাশা, ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে মঞ্চের কর্মীরা ঢাকার শাহবাগ থেকে লংমার্চ শুরু করেন। এটি কুমিল্লায় আসার পথে বিভিন্ন স্থানে পথসভা করে। দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভা করে গণজাগরণ মঞ্চ।
ঢাকার বাইরে: সোহাগী হত্যার বিচার দাবিতে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে দুপুরে সম্মিলিত শিক্ষার্থী ফোরাম এবং বিকেলে প্রথম আলো বন্ধুসভা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, কুমিল্লা জেলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুরের কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বিকেলে নাট্যকার মলয় ভৌমিক প্রমুখ। একই স্থানে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মহানগর শাখা। আর আলুপট্টি মোড়ে মানববন্ধন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও নাট্য আন্দোলন মঞ্চ।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে প্রায় ৪ হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। নরসিংদীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠন ‘সৈয়দপুর শিক্ষা নগরী’, ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ ও প্রথম আলো বন্ধুসভা। এ সময় বক্তারা সোহাগী হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেন।
পঞ্চগড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুপুরে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জ শহরে ‘কর্ণিকার মুক্ত স্কাউটস’ গ্রুপের আয়োজনে। লক্ষ্মীপুরে মানববন্ধন হয়েছে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।
এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে, রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে, জামালপুরে বকশীগঞ্জ-সানন্দবাড়ি মহাসড়কের নঈম মিয়ার বাজারে, ময়মনসিংহে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে, ফরিদপুরে প্রেসক্লাবের সামনে, দিনাজপুরে প্রেসক্লাবের সামনে, পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক ও ভান্ডারিয়া শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মিছিল হয় গাইবান্ধা শহরে। গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক ঘুরে প্রতিষ্ঠানটির চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন। খুলনার শিববাড়ি মোড় ও দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়। সমাবেশ ও মানববন্ধন হয় ভোলা শহর এবং বোরহানউদ্দিন উপজেলা শহরে।
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় ডা. বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্রজমোহন কলেজের এই ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থীরা। নগরের সদর রোডে বিবির পুকুর পাড়ে মানববন্ধন করেন বরিশাল গণনাট্য সংস্থার সদস্যরা।
কিশোরগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে। মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সভা হয় শহরের সুপার মার্কেট চত্বরে। চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয় শহরের শপথ চত্বরে। রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উন্মেষ সাংস্কৃতিক সংসদের আয়োজনে হয় মানববন্ধন ও কালো পতাকা মিছিল। একই স্থানে মানববন্ধন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মিছিল করেন জেলার আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানবাধিকার সংগঠনের ঘটনাস্থল পরিদর্শন: আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে বিকেলে সোহাগী হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন সংস্থাটির জ্যেষ্ঠ তদন্তকারী অনির্বাণ সাহা ও তদন্তকারী লিয়াকত আলী। তাঁরা সোহাগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলীর নেতৃত্বে একটি দলও।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিরা)।
                                                                              FB Fan PAGE mNews24

দেশে ফিরল বাংলাদেশ দল সামনে ভালো সময়ের আশায় মাশরাফি





নির্ধারিত সময়ের একটু আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল জেট এয়ারওয়েজের নাইন ডব্লু ২৭৪ উড়ান। ঢাকার সকাল ততক্ষণে চনমনে রোদে আলোকিত। কিন্তু বিমান থেকে নেমে আসা মুখগুলোয় যেন বিষণ্নতা। একটু পর ভিআইপি লাউঞ্জের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অবশ্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অভিজ্ঞতা আর আশার কথাই বললেন। তুলে ধরলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রাপ্তি, ‘ভারতের সঙ্গে যেভাবে হেরেছি তাতে আমরা খুবই হতাশ হয়েছি। তবে এর বাইরে অনেক ইতিবাচক ব্যাপারও ছিল, যেগুলো সামনের টি-টোয়েন্টি ম্যাচগুলোয় আমাদের সাহায্য করবে।’
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে পরশু রাতে। গতকাল সকালে দল দেশে ফিরেছে। উড়ানটা মাত্র ৩৫-৪০ মিনিট হলেও কলকাতা ছাড়ার আয়োজন শুরু করতে হয়েছে ভোর থেকেই। হতাশার চেয়ে সেই ক্লান্তির ছাপটাই বেশি ছিল খেলোয়াড়দের মধ্যে। হতাশার তেমন কিছু নেইও।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল মাথা উঁচু করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসেছে। প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার টেনে উঠেছে দারুণভাবে। এই পর্বে কোনো জয় না পেলেও কাঁপিয়ে দিতে পেরেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে।
সুপার টেনে অন্তত দুটি ম্যাচ জয়ের লক্ষ্য ছিল বাংলাদেশ দলের। সেটা করতে না পারার ব্যর্থতা অধিনায়কও মানেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটও যে বাংলাদেশের ক্রিকেটাররা এখন ভালো খেলেন, এশিয়া কাপের পর বিশ্বকাপেও তা প্রমাণিত। মাশরাফির চোখে ভারত থেকে নিয়ে আসা সবচেয়ে বড় অর্জন এটাই, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আমরা একটা ভিত তৈরি করতে পেরেছি বলে মনে করি। এখন থেকে আমরা যাদের বিপক্ষেই খেলব, ছোটখাটো ভুল না করলে আমাদের সঙ্গে যে কারও জেতা কঠিন হবে। এটা আমার বিশ্বাস, খেলোয়াড়দের মধ্যেও এই মানসিকতা তৈরি হওয়া জরুরি।’
প্রাসঙ্গিকভাবেই এসেছে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং নিষেধাজ্ঞা নিয়ে মাঠের বাইরের ঘটনাপ্রবাহ। দলকে ওই ঘটনা চাপে ফেলেছে স্বীকার করেও অধিনায়ক বললেন সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টার কথা, ‘ওরা (তাসকিন-সানি) দুজনই ফর্মে ছিল। ওদের অনুপস্থিতিতে তাই চাপ আসাটা স্বাভাবিক। পরে তামিমও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারল না। ওই ম্যাচটি আমাদের জন্য খুবই কঠিন ছিল। তবু পরের ম্যাচে আমরা খুব ভালোভাবে ফিরে এসেছি। শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে না এলেও আমার মনে হয় অন্য যেকোনো দিনই ম্যাচটি আমরা জিততে পারব। দুর্ভাগ্যক্রমে ওই দিন আমরা শেষটা ভালো করতে পারিনি।’
তাসকিনের বোলিং নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর ভারতে বসেই আইসিসির কড়া সমালোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাসকিনের প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ তাঁর। মাশরাফিও বললেন, তাসকিনের নিষেধাজ্ঞা একটা বড় ধাক্কা হয়ে এসেছিল দলের কাছে। তাঁর ভাষায়, ‘সানির বিষয়টা সে নিজে এবং আমরাও গ্রহণ করে নিয়েছি। কারণ সানিরটা (বোলিং অ্যাকশনের ত্রুটি) যে পর্যায়ে ছিল, সে নিজেও জানে ওকে আবার অ্যাকশন ঠিক করে আসতে হবে। সানিও এর জন্য প্রস্তুত। কিন্তু তাসকিনের বিষয়টি আমাদের জন্য একেবারেই দুঃখজনক।’ ভারতে বাংলাদেশ দলের বাইরে অন্যরাও নাকি প্রথমে বিশ্বাস করতে পারেননি তাসকিনের নিষেধাজ্ঞার খবর, ‘শুধু আমরা নই, বাইরের লোকেরাও বলেছেন। বিশেষ করে যাঁদের অভিজ্ঞতা আছে, তাঁরাও কিন্তু একমত ছিলেন যে তাসকিনের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই।’
বিসিবি তাসকিনকে ফিরে পাওয়ার জোর লড়াই চালিয়েছে দলের অনুরোধেই। মাশরাফিই বলেছেন, ‘ওর স্বাভাবিক ডেলিভারিতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনটি বাউন্সারে সমস্যা পাওয়া যায়। এ নিয়ে নানা রকম প্রশ্ন মনে এসেছে। আমরা সেসব বিসিবিকে জানিয়েছি...কোনোভাবে তাসকিনকে পেতে পারি কি না। বাউন্সারেই যখন সমস্যা এসেছে, ওই ডেলিভারিটা ছাড়া ওকে খেলাতে পারি কি না।’ শেষ পর্যন্ত সফল হয়নি সেই চেষ্টা। সানি-তাসকিনকে হারিয়ে এলোমেলো হয়ে যায় সব পরিকল্পনা। অধিনায়কের ভাষায়, ‘শেষ আটটি ম্যাচে শুধু বাংলাদেশের পক্ষেই নয়, ওর ইকোনমি রেট ছিল বিশ্বেরই সেরা। তাসকিনের মতো খেলোয়াড়কে হারানোটা কঠিন।’
খারাপ সময়ে বাংলাদেশ দল সবচেয়ে বড় সমর্থনটা পেয়েছে ভক্ত-সমর্থকদের কাছ থেকে। অথচ ভারত ম্যাচে তীরে এসে তরি ডুবিয়ে ভক্ত-সমর্থকদের হতাশ করলেন ক্রিকেটাররা। দর্শকদের কষ্টটা মাশরাফিও বোঝেন। বোঝেন বলেই প্রতিশ্রুতি দিলেন, ‘ইনশা আল্লাহ, সামনে আমরা আরও কঠিন ম্যাচ জিতব। এর চেয়ে অনেক ভালো সময় এই ছেলেরাই এনে দেবে। এটা আমার বিশ্বাস।’
                                                            wWw.FB.Com/mNews24