Translate

Tuesday, March 29, 2016

আজ তনু'র লাশ কবর থেকে উত্তোলন করা হবে।

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)
আজ বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা ঘটনার আটদিন পর কবর থেকে লাশ উত্তোলনের কথা রয়েছে। আদর্শ সদর এর উপজেলা নির্বাহী কর্মকতা লুৎফুর নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে লাশ উত্তোলনের সময় দায়িত্ব পালন করবেন।
আদালত সুত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল রিপোর্ট তৈরি ও পুনরায় ময়নাতদন্ত করতে তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম কবর থেকে তনুর লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেটকে এ নির্দেশ দেন বিজ্ঞ আদালত ।
বিজ্ঞ আদালতের আদেশের পর কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকতা লুৎফুর নাহারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ বাঙ্গরা বাজার থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আদেশ দেন।
লাশ উত্তোলনের আদেশের পর তনু নিজ উপজেলা মুরাদনগরের সাধারন জনগনের মধ্যে বিরাজ করছে চরম উৎকন্ঠা। কখন লাশ উত্তোলন হবে, লাশ উত্তোলনের সময় কারা কারা আসবে, কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে কি না এনিয়ে সর্বত্র চলছে আলোচনা। সাধারন মানুষের দাবি একটাই তনু হত্যার ঘটনায় যেন সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার হয়।
এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুত্রে জানা যায় চাঞ্চল্যকর তনু হত্যা মামলা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি) থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ মার্চ রাতে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে সেনানিবাস এলাকায় হত্যার পর লাশ একটি জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পরের দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment