Translate

Monday, March 28, 2016

কলেজ ছাত্রী তনুর কবর পাহারায় পুলি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর কবর পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ আলামত সংগ্রহ ও পুন:ময়নাতদন্ত করার জন্য সোমবার বিকালে নির্দেশ দেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম ।

এরপর পুলিশ সুপারের নির্দেশে মুরাদনগর উপজেলার নব গঠিত বাঙ্গরা বাজার থানার এএসআই কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মির্জাপুর গ্রামে গিয়ে রাত সাড়ে ৯টার পর থেকে তনুর কবরের পাশে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

রাত ১০টায় ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে লাশ উত্তোলন না করা পর্যন্ত কবরের পাশে পুলিশ মোতায়েন থাকবে।

সোমবার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলন করে ডিএনএ আলামত সংগ্রহ ও পুন:ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেন।

এদিকে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত কোন আসামিকে আইনগত সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবি সমিতি। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক এড. মো.মাহবুবুর রহমান।

তিনি জানান, মেধাবী ওই কলেজ ছাত্রীর নৃশংস হত্যাকা-ের সঙ্গে জড়িত কোন আসামি গ্রেফতার করা হলে আমরা আইনগত সহায়তা দেবো না। সমিতির আগামী কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
                                                                          wWw.FB.Com/mNews24

No comments:

Post a Comment