Translate

Monday, March 28, 2016

বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার : বোলিং অ্যাকশনের ত্রুটি শোধরানোর কাজ শুরু করে দিয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। মিরপুর ইনডোরে বোলিং কোচ হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে বেশ খানিকটা সময় বোলিং করেছেন। বিশেষ করে বাউন্সার। ৭ মার্চ হল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ১৫ মার্চ চেন্নাইয়ের একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। অন্যসব ডেলিভারিতে কোন সমস্যা না থাকলেও বাউন্সারে সমস্যা ধরা পড়ে। তার করা ৯ বাউন্সারের মধ্যে ৩টিতে ত্রুটি ধরা পড়ে। এরপর আইসিসি তাকে সাময়িক নিষিদ্ধ করে। বিসিবি সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিউ আপিল করলেও আইসিসির বিশেষজ্ঞ প্যানেল তা খারিজ করে দেয়। বাউন্সারে সমস্যা ধরা পড়ায় শুধু এটা নিয়েই কাজ করবেন তাসকিন। নিজেকে প্রস্তুত বলে মনে হবার পরই সুবিধেজনক কোন সময়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন তাসকিন। তবে বোলিং পরীক্ষা দেয়ার নির্দিষ্ট কোন সময়সীমা নেই। তবে পরীক্ষায় পুনরায় ত্রুটি ধরা পড়লে ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যাবে তাসকিনের।

                                         wWw.FB.Com/mNews24

No comments:

Post a Comment