Translate

Monday, March 28, 2016

বিশ্বমিডিয়ায় মাশরাফির বক্তব্যের ভুল ব্যাখ্যা

স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ঢাকায় পৌঁছে বিমানবন্দরে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপে পারফরম্যান্সের বিষয়ে কথা বলেন। এই সময় দেয়া মাশরাফির বক্তব্য নিয়ে বিশ্ব মিডিয়া ভুল ব্যাখ্যা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মাশরাফি। গালফ টুডে লিখেছেন, বাদ পড়ার জন্য বোলারদের উপর নিষেধাজ্ঞাকে দুষলেন মুর্তজা। দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গণমাধ্যম সুপার স্পোর্টস লিখেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মুর্তজা। ডেইলি মেইল লিখেছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দুষলেন মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা আসলে আইসিসিকে দোষ দিয়ে কিছু বলেননি। তিনি বলেছিলেন, টুর্নামেন্টের মাঝ পথে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল তার সাথে আমাদের মানিয়ে নেয়া কঠিন ছিল। তারা থাকলে হয়ত আমরা আরও ভালো করতে পারতাম। যদিও আমরা সব ম্যাচে হেরেছি তারপরও আমরা প্রমাণ করেছি টি-টোয়েন্টিতে আমাদের হারানো কঠিন।

                                                                                wWw.FB.Com/mNews24

No comments:

Post a Comment