রিক্ততা আমার স্নেহের বাধন
যাকে আমি ধরে বাচি সাধন,
তব ধারে আমি তুলিনো হাত,,,,,,
যাবে জবে তবো রাতের ক্রন্দন।
বিধাতাই জানে সবি লিখন
কার তরে তার হবে শায়ন,
মিছে কেনো আমি ঘুরিবো,,,,,,
লান্চনা আর কাটার দহন।
সময়ের ঘড়ি টিকটিক বাজে
ভালবাসি আমি, হ্রিদয়ে সাজে,
তুমি যদি দাও বাস্তবতার দোহাই
দেবোনা তোমায় মনের রেহাই।
বিদায় জানাবো তোরে হাশিমুখে
বারাবোনা ভালবাসার মায়া চোখে,
বাসিবো ভালো - তোর মায়াবী মুখ
নিজেকে রেখে দুঃখে, সাজাবো তোর সুখ।।
মে:ইকরাম হোসেন (আপন)
No comments:
Post a Comment