Translate

Wednesday, April 27, 2016

৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

অবশেষে কাটতে চলেছে হাঁসফাঁস গরম৷ তীব্র দহন জ্বালা কাটিয়ে শহরে আসতে চলেছে বৃষ্টি৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ মেঘের হাত ধরেই কালবৈশাখীও শুরু হবে৷
পয়লা বৈশাখের আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল গরম৷ কখনো ৩৯ কখনো বা ৪০-এর ঘরে ঘোরাঘুরি করছিল তাপমাত্রার পারদ৷ প্রচণ্ড গরমে অনেকেরই শরীর খারাপ হতে থাকে৷ দুপুরের পর থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় গরম হাওয়া বইতে শুরু করে৷ দীর্ঘদিন ধরেই এই গরমের হাত থেকে নিস্তার খুঁজছিল মানুষ৷
সোমবার
বিকেল থেকেই কমতে শুরু করে তাপমাত্রা৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, তীব্র জলীয় বাষ্পের দরুন আকাশে বর্জ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে রাজ্যের আকাশে৷ সে কারণেই স্বস্তি মিলেছে৷ এই বর্জ্রগর্ভ মেঘের কারনেই পশ্চিমবঙ্গের গঙ্গার তীরবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই মেঘের সঞ্চারের ফলে গঙ্গার তীরবর্তী এলাকায় ভারী থেকে হালকা বৃষ্টি হবে বলেই জানিয়েছেন হাওয়া অফিস৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসবে বৃষ্টিপাত৷
মঙ্গলবার সকাল থেকে শহরের তাপমাত্রা ছিল অনেকটাই কম৷ ৩৬.৬ ডিগ্রি সেন্টিগ্রেড৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন যেহেতু আকাশে মেঘ রয়েছে, তাই তাপমাত্রা কম থাকলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে৷ এর ফলে রাস্তায় বেরলে অস্বস্তি হবে৷ শরীরে ঘাম হবে বেশি৷ তবে ভ্যাপসা গরমের পরিস্থিতি অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷
পাশাপাশি এই সময়ে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ আবহাওয়াবিদরা জানান, “বিকেলের দিকে শহরের তাপমাত্রা আরো কমবে৷ হাওয়া চলবে বেশি৷ বর্জ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে৷ যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে হাওয়া৷-সংবাদ প্রতিদিন

Monday, April 11, 2016

দেবিদ্বারে প্রবাসীর স্ত্রী ও সদর দক্ষিণে যুবক খুন।

মোঃ আলাউদ্দিন মুন্সী (আলাল)

কুমিল্লার দেবিদ্বারে সানজিদা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরের দিকে দেবিদ্বার উপজেলা সদরের পূর্বাশা আবাসিক এলাকার ক্ষিননিবাস নামের একটি বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার বুড়িরপাড় গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী। অপরদিকে, জেলার সদর দক্ষিণে পূর্ব শক্রতার জের ধরে নাসির উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
জানা যায়, গৃহবধূ সানজিদা সকালে তার ছেলে ৫ম শ্রেণির ছাত্র নিলয় ও মেয়ে ৩য় শ্রেণির ছাত্রী নিপাকে উপজেলা পরিষদ স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসেন। দুপুরের দিকে বাচ্চারা বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে পাশে তাদের খালা  রিমার বাসায় চলে যায়।
নিহতের বোন রিমা আক্তার জানান, আমার ধারণা ছিল সানজিদা হয়তো অন্য কোথাও গেছে, কিন্তু দেরি হওয়ায় বিকেল ৩টার দিকে ২ শিশুকে নিয়ে বাসার সামনে এসে দরজায় তালা দেখতে পেয়ে তালা ভেঙে বাসায় প্রবেশ করে খাটের উপর তার (সানজিদা) রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
দেবিদ্বার থানা পুলিশের ওসি (তদন্ত) মোরশেদ পারভেজ তালুকদার জানান, নিহতের পিটে, বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, এখনো হত্যার মোটিভ জানা না গেলেও কোনো বিরোধের কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কুমেক হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হবে।
অপরদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৩৫) নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা, বাবা ও এক ভাই। নিহত নাসির উদ্দিন  (৩৫) সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়।
দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল  কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির লোকজন এলোপাতাড়ি কুপিয়ে নাসিরসহ তার পরিবারকে গুরুতর আহত করে। পরে ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানা পুলিশের ওসি প্রশান্ত পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উভয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

Sunday, April 10, 2016

বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এর মত বিনিময়,,,,

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,
শিক্ষার্থীদের সাথে শনিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকুমিল্লা-৩(মুরাদনগরের) সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
শিক্ষক এম এন আক্তারুজ্জামান ও শেখ ফরিদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, এনসিটিবির গবেষক মো: মোসলে উদ্দিন সরকার, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যানআব্দুল হাকিম সওদাগর, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথির কাছে একাডেমিক বহুতল ভবন নির্মান, মাঠ ভরাট ও মেয়েদের নামাজ ঘর নির্মানসহ বিভিন্ন দাবি জানান। প্রধান অতিথি সেই দাবিগুলো পূরনের আশ্বস্থ দেন এবং শিক্ষার্থীদেরকে মাদকের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান।