Translate

Monday, April 11, 2016

দেবিদ্বারে প্রবাসীর স্ত্রী ও সদর দক্ষিণে যুবক খুন।

মোঃ আলাউদ্দিন মুন্সী (আলাল)

কুমিল্লার দেবিদ্বারে সানজিদা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরের দিকে দেবিদ্বার উপজেলা সদরের পূর্বাশা আবাসিক এলাকার ক্ষিননিবাস নামের একটি বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার বুড়িরপাড় গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী। অপরদিকে, জেলার সদর দক্ষিণে পূর্ব শক্রতার জের ধরে নাসির উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
জানা যায়, গৃহবধূ সানজিদা সকালে তার ছেলে ৫ম শ্রেণির ছাত্র নিলয় ও মেয়ে ৩য় শ্রেণির ছাত্রী নিপাকে উপজেলা পরিষদ স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসেন। দুপুরের দিকে বাচ্চারা বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে পাশে তাদের খালা  রিমার বাসায় চলে যায়।
নিহতের বোন রিমা আক্তার জানান, আমার ধারণা ছিল সানজিদা হয়তো অন্য কোথাও গেছে, কিন্তু দেরি হওয়ায় বিকেল ৩টার দিকে ২ শিশুকে নিয়ে বাসার সামনে এসে দরজায় তালা দেখতে পেয়ে তালা ভেঙে বাসায় প্রবেশ করে খাটের উপর তার (সানজিদা) রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
দেবিদ্বার থানা পুলিশের ওসি (তদন্ত) মোরশেদ পারভেজ তালুকদার জানান, নিহতের পিটে, বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, এখনো হত্যার মোটিভ জানা না গেলেও কোনো বিরোধের কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কুমেক হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হবে।
অপরদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৩৫) নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা, বাবা ও এক ভাই। নিহত নাসির উদ্দিন  (৩৫) সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়।
দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল  কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির লোকজন এলোপাতাড়ি কুপিয়ে নাসিরসহ তার পরিবারকে গুরুতর আহত করে। পরে ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানা পুলিশের ওসি প্রশান্ত পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উভয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

No comments:

Post a Comment