Translate

Tuesday, March 29, 2016

রিজার্ভ চুরির তথ্য জাতির কাছে তুলে ধরুন: সরকারকে বিএনপি

 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করে সেই তথ্য জাতি সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
 
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এ দল মনে করে, রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার যথাযথ তদন্ত করে তা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সমগ্র জাতি জানতে চায়, কারা এই লুণ্ঠনের সাথে জড়িত, কিভাবে এই ঘটনা ঘটলো।
 
তিনি বলেন, সরকার কোনভাবেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার দায় এড়াতে পারে না। এ পর্যন্ত চুরির ঘটনার কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেনি।
 
সংবাদ সম্মেলনে ব্যাংকের অর্থ চুরির বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিমত ও মতামতের উপর ভিত্তি করে তৈরি একটি গবেষণালব্ধ প্রতিবেদন তুলে ধরেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যামা ওবায়েদ।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ।
 
                                                                           wWw.FB.Com/mNews24

অর্ধশতাধিক যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই, সাইপ্রাসে অবতরণ

 
 
মিশরের ইজিপ্ট এয়ারলাইনের বিমান আলেকজান্দ্রিয়া বিমান বন্দর থেকে কমপক্ষে ৫৫ জন যাত্রীসহ ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমান সাইপ্রাসের লারনাকা বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।
 
সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিশরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। 
 
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটিতে একাধিক হাইজ্যাকার রয়েছে। মিশরের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পাইলটকে আত্মঘাতী বিস্ফোরণের হুমকি দিয়ে সাইপ্রাসে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিবৃতিতে আরো জানিয়েছে,  বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার সহ মোট ৬১ জন ছিল। এর আগে জানা গিয়েছিল এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।
 
                                                                                    wWw.FB.Com/mNews24

Monday, March 28, 2016

বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার : বোলিং অ্যাকশনের ত্রুটি শোধরানোর কাজ শুরু করে দিয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। মিরপুর ইনডোরে বোলিং কোচ হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে বেশ খানিকটা সময় বোলিং করেছেন। বিশেষ করে বাউন্সার। ৭ মার্চ হল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ১৫ মার্চ চেন্নাইয়ের একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। অন্যসব ডেলিভারিতে কোন সমস্যা না থাকলেও বাউন্সারে সমস্যা ধরা পড়ে। তার করা ৯ বাউন্সারের মধ্যে ৩টিতে ত্রুটি ধরা পড়ে। এরপর আইসিসি তাকে সাময়িক নিষিদ্ধ করে। বিসিবি সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিউ আপিল করলেও আইসিসির বিশেষজ্ঞ প্যানেল তা খারিজ করে দেয়। বাউন্সারে সমস্যা ধরা পড়ায় শুধু এটা নিয়েই কাজ করবেন তাসকিন। নিজেকে প্রস্তুত বলে মনে হবার পরই সুবিধেজনক কোন সময়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন তাসকিন। তবে বোলিং পরীক্ষা দেয়ার নির্দিষ্ট কোন সময়সীমা নেই। তবে পরীক্ষায় পুনরায় ত্রুটি ধরা পড়লে ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যাবে তাসকিনের।

                                         wWw.FB.Com/mNews24