Translate

Sunday, March 27, 2016

দেশে হিজড়ার সংখ্যা ৯,৮৯২

দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ৯ হাজার ৮৯২ জন। আজ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
মুহিবুর রহমানের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল বয়স্ক হিজড়াদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এ ছাড়া হিজড়াদের জীবনমানের উন্নয়নে প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ এবং উচ্চস্তরে এক হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।
প্রশ্নোত্তরের আগে বিকেল তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে হবে বলে আজ সংসদে আবারও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজার ৯৬০টি।
হাজী সেলিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড অনুমোদিত ইবতেদায়ি, দাখিল ও আলিম স্তরের মাদ্রাসার সংখ্যা ১৬ হাজার ২৮২টি। এর মধ্যে তিনটি সরকারি মাদ্রাসা রয়েছে। চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে মাদ্রাসা খাতে ২ হাজার ২৩৬ কোটি ৭৯ লাখ বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়া ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ১৯৮৬ অনুযায়ী সাংসদদের অবস্থানক্রম ১৩। ১৯৭২ সালের প্রিসিডেন্সে সাংসদের অবস্থান ছিল ১৮তম।
                                                   wWw.FB.Com/mNews24

ছড়িয়ে পড়ছে ক্ষোভ

FB Fan PAGE mNews24
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যার ঘটনায় ফুঁসে উঠছে মানুষ। এ ক্ষোভ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। চলছে মিছিল-মানববন্ধন-প্রতিবাদী সভা। অবরোধ করা হয়েছে মহাসড়ক।
গতকাল রোববারও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত সোহাগী হত্যাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।
কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সোহাগী হত্যার সাত দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারছে না। এটা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা। সোহাগী হত্যার বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাই যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।
২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। হত্যা মামলাটি শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গত শুক্রবার রাতে র্যা ব ও শনিবার পুলিশ সদস্যরা সোহাগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় এ পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।
সোহাগীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে শুরু হয় বিক্ষোভ-সমাবেশ। পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের নেতা-কর্মীদের রোড মার্চও এতে যোগ দেয় l ছবি: প্রথম আলো 
শাহবাগে সড়ক অবরোধ: হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচির আহ্বানকারীদের একজন অনুপম বলেন, বিকেল সাড়ে চারটা থেকে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। পরে মিছিল নিয়ে তাঁরা শাহবাগ মোড়ে যান। শাহবাগে সড়ক অবরোধ শেষে ঘোষণা দেওয়া হয়, আজ সোমবারের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলে শাহবাগে লাগাতার অবরোধ শুরু করা হবে। এ ছাড়া আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে মানববন্ধন হবে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সভায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে।
কুমিল্লায় গণজাগরণ মঞ্চ: কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে বেলা তিনটায় সমাবেশ করেছে ঢাকার গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে আগামী বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে এ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী ইয়াসমিন হত্যার সময় রাস্তায় নেমেছেন। আমরা চাই, তিনি তনু হত্যার বিষয়ে নামবেন। তনু যদি মন্ত্রী, রাজনীতিবিদদের মেয়ে হতো, ক্যান্টনমেন্ট থেকেও কতজনকে ধরে নিয়ে যেত। কিন্তু তনুর জন্য কাউকে ধরবে না।’ সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, ভাস্কর রাশা, ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে মঞ্চের কর্মীরা ঢাকার শাহবাগ থেকে লংমার্চ শুরু করেন। এটি কুমিল্লায় আসার পথে বিভিন্ন স্থানে পথসভা করে। দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভা করে গণজাগরণ মঞ্চ।
ঢাকার বাইরে: সোহাগী হত্যার বিচার দাবিতে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে দুপুরে সম্মিলিত শিক্ষার্থী ফোরাম এবং বিকেলে প্রথম আলো বন্ধুসভা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, কুমিল্লা জেলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুরের কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বিকেলে নাট্যকার মলয় ভৌমিক প্রমুখ। একই স্থানে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মহানগর শাখা। আর আলুপট্টি মোড়ে মানববন্ধন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও নাট্য আন্দোলন মঞ্চ।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে প্রায় ৪ হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। নরসিংদীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠন ‘সৈয়দপুর শিক্ষা নগরী’, ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ ও প্রথম আলো বন্ধুসভা। এ সময় বক্তারা সোহাগী হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেন।
পঞ্চগড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুপুরে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জ শহরে ‘কর্ণিকার মুক্ত স্কাউটস’ গ্রুপের আয়োজনে। লক্ষ্মীপুরে মানববন্ধন হয়েছে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।
এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে, রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে, জামালপুরে বকশীগঞ্জ-সানন্দবাড়ি মহাসড়কের নঈম মিয়ার বাজারে, ময়মনসিংহে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে, ফরিদপুরে প্রেসক্লাবের সামনে, দিনাজপুরে প্রেসক্লাবের সামনে, পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক ও ভান্ডারিয়া শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মিছিল হয় গাইবান্ধা শহরে। গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক ঘুরে প্রতিষ্ঠানটির চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন। খুলনার শিববাড়ি মোড় ও দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়। সমাবেশ ও মানববন্ধন হয় ভোলা শহর এবং বোরহানউদ্দিন উপজেলা শহরে।
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় ডা. বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্রজমোহন কলেজের এই ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থীরা। নগরের সদর রোডে বিবির পুকুর পাড়ে মানববন্ধন করেন বরিশাল গণনাট্য সংস্থার সদস্যরা।
কিশোরগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে। মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সভা হয় শহরের সুপার মার্কেট চত্বরে। চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয় শহরের শপথ চত্বরে। রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উন্মেষ সাংস্কৃতিক সংসদের আয়োজনে হয় মানববন্ধন ও কালো পতাকা মিছিল। একই স্থানে মানববন্ধন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মিছিল করেন জেলার আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানবাধিকার সংগঠনের ঘটনাস্থল পরিদর্শন: আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে বিকেলে সোহাগী হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন সংস্থাটির জ্যেষ্ঠ তদন্তকারী অনির্বাণ সাহা ও তদন্তকারী লিয়াকত আলী। তাঁরা সোহাগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলীর নেতৃত্বে একটি দলও।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিরা)।
                                                                              FB Fan PAGE mNews24

দেশে ফিরল বাংলাদেশ দল সামনে ভালো সময়ের আশায় মাশরাফি





নির্ধারিত সময়ের একটু আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল জেট এয়ারওয়েজের নাইন ডব্লু ২৭৪ উড়ান। ঢাকার সকাল ততক্ষণে চনমনে রোদে আলোকিত। কিন্তু বিমান থেকে নেমে আসা মুখগুলোয় যেন বিষণ্নতা। একটু পর ভিআইপি লাউঞ্জের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অবশ্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অভিজ্ঞতা আর আশার কথাই বললেন। তুলে ধরলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রাপ্তি, ‘ভারতের সঙ্গে যেভাবে হেরেছি তাতে আমরা খুবই হতাশ হয়েছি। তবে এর বাইরে অনেক ইতিবাচক ব্যাপারও ছিল, যেগুলো সামনের টি-টোয়েন্টি ম্যাচগুলোয় আমাদের সাহায্য করবে।’
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে পরশু রাতে। গতকাল সকালে দল দেশে ফিরেছে। উড়ানটা মাত্র ৩৫-৪০ মিনিট হলেও কলকাতা ছাড়ার আয়োজন শুরু করতে হয়েছে ভোর থেকেই। হতাশার চেয়ে সেই ক্লান্তির ছাপটাই বেশি ছিল খেলোয়াড়দের মধ্যে। হতাশার তেমন কিছু নেইও।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল মাথা উঁচু করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসেছে। প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার টেনে উঠেছে দারুণভাবে। এই পর্বে কোনো জয় না পেলেও কাঁপিয়ে দিতে পেরেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে।
সুপার টেনে অন্তত দুটি ম্যাচ জয়ের লক্ষ্য ছিল বাংলাদেশ দলের। সেটা করতে না পারার ব্যর্থতা অধিনায়কও মানেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটও যে বাংলাদেশের ক্রিকেটাররা এখন ভালো খেলেন, এশিয়া কাপের পর বিশ্বকাপেও তা প্রমাণিত। মাশরাফির চোখে ভারত থেকে নিয়ে আসা সবচেয়ে বড় অর্জন এটাই, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আমরা একটা ভিত তৈরি করতে পেরেছি বলে মনে করি। এখন থেকে আমরা যাদের বিপক্ষেই খেলব, ছোটখাটো ভুল না করলে আমাদের সঙ্গে যে কারও জেতা কঠিন হবে। এটা আমার বিশ্বাস, খেলোয়াড়দের মধ্যেও এই মানসিকতা তৈরি হওয়া জরুরি।’
প্রাসঙ্গিকভাবেই এসেছে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং নিষেধাজ্ঞা নিয়ে মাঠের বাইরের ঘটনাপ্রবাহ। দলকে ওই ঘটনা চাপে ফেলেছে স্বীকার করেও অধিনায়ক বললেন সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টার কথা, ‘ওরা (তাসকিন-সানি) দুজনই ফর্মে ছিল। ওদের অনুপস্থিতিতে তাই চাপ আসাটা স্বাভাবিক। পরে তামিমও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারল না। ওই ম্যাচটি আমাদের জন্য খুবই কঠিন ছিল। তবু পরের ম্যাচে আমরা খুব ভালোভাবে ফিরে এসেছি। শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে না এলেও আমার মনে হয় অন্য যেকোনো দিনই ম্যাচটি আমরা জিততে পারব। দুর্ভাগ্যক্রমে ওই দিন আমরা শেষটা ভালো করতে পারিনি।’
তাসকিনের বোলিং নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর ভারতে বসেই আইসিসির কড়া সমালোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাসকিনের প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ তাঁর। মাশরাফিও বললেন, তাসকিনের নিষেধাজ্ঞা একটা বড় ধাক্কা হয়ে এসেছিল দলের কাছে। তাঁর ভাষায়, ‘সানির বিষয়টা সে নিজে এবং আমরাও গ্রহণ করে নিয়েছি। কারণ সানিরটা (বোলিং অ্যাকশনের ত্রুটি) যে পর্যায়ে ছিল, সে নিজেও জানে ওকে আবার অ্যাকশন ঠিক করে আসতে হবে। সানিও এর জন্য প্রস্তুত। কিন্তু তাসকিনের বিষয়টি আমাদের জন্য একেবারেই দুঃখজনক।’ ভারতে বাংলাদেশ দলের বাইরে অন্যরাও নাকি প্রথমে বিশ্বাস করতে পারেননি তাসকিনের নিষেধাজ্ঞার খবর, ‘শুধু আমরা নই, বাইরের লোকেরাও বলেছেন। বিশেষ করে যাঁদের অভিজ্ঞতা আছে, তাঁরাও কিন্তু একমত ছিলেন যে তাসকিনের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই।’
বিসিবি তাসকিনকে ফিরে পাওয়ার জোর লড়াই চালিয়েছে দলের অনুরোধেই। মাশরাফিই বলেছেন, ‘ওর স্বাভাবিক ডেলিভারিতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনটি বাউন্সারে সমস্যা পাওয়া যায়। এ নিয়ে নানা রকম প্রশ্ন মনে এসেছে। আমরা সেসব বিসিবিকে জানিয়েছি...কোনোভাবে তাসকিনকে পেতে পারি কি না। বাউন্সারেই যখন সমস্যা এসেছে, ওই ডেলিভারিটা ছাড়া ওকে খেলাতে পারি কি না।’ শেষ পর্যন্ত সফল হয়নি সেই চেষ্টা। সানি-তাসকিনকে হারিয়ে এলোমেলো হয়ে যায় সব পরিকল্পনা। অধিনায়কের ভাষায়, ‘শেষ আটটি ম্যাচে শুধু বাংলাদেশের পক্ষেই নয়, ওর ইকোনমি রেট ছিল বিশ্বেরই সেরা। তাসকিনের মতো খেলোয়াড়কে হারানোটা কঠিন।’
খারাপ সময়ে বাংলাদেশ দল সবচেয়ে বড় সমর্থনটা পেয়েছে ভক্ত-সমর্থকদের কাছ থেকে। অথচ ভারত ম্যাচে তীরে এসে তরি ডুবিয়ে ভক্ত-সমর্থকদের হতাশ করলেন ক্রিকেটাররা। দর্শকদের কষ্টটা মাশরাফিও বোঝেন। বোঝেন বলেই প্রতিশ্রুতি দিলেন, ‘ইনশা আল্লাহ, সামনে আমরা আরও কঠিন ম্যাচ জিতব। এর চেয়ে অনেক ভালো সময় এই ছেলেরাই এনে দেবে। এটা আমার বিশ্বাস।’
                                                            wWw.FB.Com/mNews24