Translate

Saturday, March 26, 2016

মুরাদনগরে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা ও আলোচনা সভা










কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কে.বি.এম. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা,  মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার মো: হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার গিয়াস উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মো: আজগর আলি, মুরাদনগর থানার ভারপ্র্প্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আ’লীগে সহ সভাপতি বাবু স্বপন কুমার সাহা, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ম. রুহুল আমিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
                                                                                                   WWW.FB.COM/mNews24

তনু হত্যা মামলা ডিবিতে স্থানান্তর




কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের রহস্য উন্মোচনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
জেলা ডিবি’র ওসি একেএম মনজুর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘আমরা তনু হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবং এর ক্লু উদঘাটনসহ প্রকৃত আসামিদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।’

                                                                                                       WWW.FB.COM/MNEWS24

শূন্য হাতে

রিক্ততা আমার স্নেহের বাধন
যাকে আমি ধরে বাচি সাধন,
তব ধারে আমি তুলিনো হাত,,,,,,
যাবে জবে তবো রাতের ক্রন্দন।

বিধাতাই জানে সবি লিখন
কার তরে তার হবে শায়ন,
মিছে কেনো আমি ঘুরিবো,,,,,,
লান্চনা আর কাটার দহন।

সময়ের ঘড়ি টিকটিক বাজে
ভালবাসি আমি, হ্রিদয়ে সাজে,
তুমি যদি দাও বাস্তবতার দোহাই
দেবোনা তোমায় মনের রেহাই।

বিদায় জানাবো তোরে হাশিমুখে
বারাবোনা ভালবাসার মায়া চোখে,
বাসিবো ভালো - তোর মায়াবী মুখ
নিজেকে রেখে দুঃখে, সাজাবো তোর সুখ।।

                       মে:ইকরাম হোসেন (আপন)