Translate

Monday, April 4, 2016

একজন দেখেছেন, পাঁচ জন জন্ম দিলেন।

শনিবার মানিতা সিং নামের এক নারী
একসঙ্গে পাঁচ মেয়েশিশুর জন্ম দেন। ছবি : সংগৃহীত
মাত্র ২৬ সপ্তাহের মাথায় প্রচণ্ড প্রসবব্যাথা নিয়ে
হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানিতা সিং (২৫)।
ভয় পাচ্ছিলেন। তিনি জানতেন একটি মাত্র
সন্তানের জন্ম দেবেন। কিন্তু স্বাভাবিকভাবে
পরপর পাঁচটি মেয়েশিশুর জন্ম দিয়ে তিনি নিজেই
হতবাক হয়ে গেলেন। এই পাঁচটি সন্তানের মুখ দেখে
মানিতা তাঁর আগের সন্তান হারানোর ব্যথা
ভোলার চেষ্টা করছেন।
ডেইলি মেইল জানিয়েছে, গতকাল শনিবার বেলা
১১টায় ভারতের ছত্তিশগড় রাজ্যের অম্বিকাপুরে
একটি সরকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম
দেন মানিতা। এরপর আধা ঘণ্টার মধ্যে পরপর চারটি
মেয়েসন্তানের জন্ম হয়। এদের প্রত্যেকের ওজন দেড়
কেজি। তারা এখনো শঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা
তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
পাঁচ মেয়েসন্তানকে পেয়ে আনন্দিত মানিতার
স্বামী মনিশ বলেন, ‘একটি নয়, পাঁচটি সন্তান
দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ। দুই
বছর আগে জন্মের পরপরই আমরা আমাদের প্রথম
সন্তানকে হারাই। সে ছেলে ছিল। আমাদের হৃদয়
ভেঙে গিয়েছিল। আমার ধারণা, সৃষ্টিকর্তা
আমাদের সেই ক্ষতিই পূরণ করলেন।’
মনিশ বলেন, ‘আমি শুধু এই কামনাই করি, তারা সবাই
বেঁচে থাকুক এবং আমি তাদের একটি সুন্দর জীবন
দেব।’
এই দম্পতি জানতেন না তাঁদের একসঙ্গে পাঁচটি
সন্তানের জন্ম হবে। কারণ মানিতা গর্ভবতী হওয়ার
পর কখনোই আলট্রাসাউন্ড বা কোনো ধরনের
পরীক্ষা করাননি।
মানিতার সন্তান জন্ম দেওয়ার সময় দায়িত্ব
পালনকারী চিকিৎসকদলের প্রধান ডা. টেকাম
বলেন, ‘আমার চিকিৎসক জীবনে স্বাভাবিকভাবে
একসঙ্গে পাঁচটি শিশুর প্রসব করানোর ঘটনা এটিই
প্রথম।’
টেকাম আরো বলেন, ‘আমরাও খুব খুশি। কিন্তু
শিশুগুলো অপরিণত, তাই তাদের পর্যবেক্ষণে রাখা
হয়েছে। যদিও তারা সুস্থ হয়, তবু আমরা বলতে পারব
না যে, তারা বেঁচে থাকবে। যাইহোক, আমরা
তাদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব।’

No comments:

Post a Comment