Translate

Friday, March 25, 2016

বিশ্বের শীর্ষ ব্যক্তিদের তালিকায় দশম স্থানে শেখ হাসিনা



ফরচুনের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের ৫০ শীর্ষ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম স্থানে রয়েছেন। তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন উদ্যোক্তা জেফ বিজোস।
যুক্তরাষ্ট্রের সাময়িকীটির ওয়েবসাইটে তালিকায় স্থানপ্রাপ্তদের নাম প্রকাশ করে বলা হয়- ব্যবসা, সরকার ব্যবস্থা, বিশ্বপ্রীতি ও কলায় এবং সারাবিশ্বে এই মানুষগুলো পরিবর্তন আনছেন একই সঙ্গে অন্যদেরও তা করতে অনুপ্রেরণা দিয়ে চলেছেন।
শীর্ষ ৫০ জনের মধ্যে তালিকায় জার্মানির চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেল রয়েছেন দ্বিতীয় স্থানে। এরপর তিন নম্বরে রয়েছেন মিয়ানমারে গণতন্ত্রের প্রতীক অং সান সু চি। ফরচুনের তালিকায় এরপর পর্যায়ক্রমে রয়েছেন- পোপ ফ্রান্সিস, টিম কুক, জন লিজেন্ড, ক্রিস্টেয়ানা ফিগুয়েরার্স, পাউল রায়ান, রুথ বাদের গিন্সবার্গ প্রমুখ।

No comments:

Post a Comment