Translate

Saturday, March 26, 2016

কুমিল্লা পুলিশের গুরুত্বপূর্ণ নম্বরসমুহ

সিটিভি নিউজ৥ কুমিল্লা পুলিশের গুরুত্বপূর্ণ নম্বরসমুহ

কন্ট্রোলরুম | ০৮১-৬৫০১২, ০১৭২৭-১১৫৫৫০
পুলিশসুপার | ০৮১-৭৬৩৯২, ০১৭১৩-৩৭৩৬৭৮
অতিরিক্ত. এসপি (উত্তর) | ০৮১-৭৭১১৪, ০১৭১৩-৩৭৩৬৮০
অতিরিক্ত. এসপি (দক্ষিণ) | ০৮১-৭৬৭১২ | ০১৭১৩-৩৭৩৬৭৯
অতিরিক্ত. এসপি (ডিএসবি) | ০৮১-৭৬৮৩৭ | ০১৭৬৯-৬৯০০৬৩
এএসপি (সদরদপ্তর) | ০৮১-৬৫০৯৯ | ০১৭১৩-৩৭৩৬৮১
যেকোন ধরনের অভিযোগ করতে : complain@comillapolice.gov.bd
যেকোন ধরনের তথ্য জানতে : info@comillapolice.gov.bd
যেকোন ধরনের খবর থাকতে : media@comillapolice.gov.bd
ফেইসবুক পেইজ : www.facebook.com/comillapolice
ওয়েব সাইট : http://www.comillapolice.gov.bd
থানাসমূহের নম্বর ও যোগাযোগ
কোতয়ালী থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373685 মোবাইল 01865082801 মোবাইল 01865082817
টেলিফোন 081-77552 টেলিফোন
টেলিফোন 081-77553
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুক পেইজ  www.facebook.com/comillapolice

সদর দক্ষিণ থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল  01713373700 মোবাইল 01865082802 মোবাইল 01865082818
টেলিফোন  081-61041 টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice

চৌদ্দগ্রাম থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল  01713373686 মোবাইল 01865082803 মোবাইল 01865082819
টেলিফোন 080-2056111 টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice

চান্দিনা থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373692 মোবাইল 01865082804 মোবাইল 01865082820
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
বুড়িচং থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373691 মোবাইল 01865082805 মোবাইল 01865082821
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
ব্রাহ্মণপাড়া থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373696 মোবাইল 01865082806 মোবাইল 01865082822
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
বরুড়া থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373693 মোবাইল 01865082807 মোবাইল 01865082823
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
লাকসাম থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373689 মোবাইল 01865082808 মোবাইল  01865082824
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
 ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
মনোহরগঞ্জ থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373698 মোবাইল 01865082809 মোবাইল 01865082825
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
লাঙ্গলকোট থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373694 মোবাইল 01865082810 মোবাইল  01865082826
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
দাউদকান্দি থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373690 মোবাইল 01865082811 মোবাইল 01865082827
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
তিতাস থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373699 মোবাইল 01865082812 মোবাইল 01865082828
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
হোমনা থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373688 মোবাইল 01865082813 মোবাইল 01865082829
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
মেঘনা থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373697 মোবাইল 01865082814 মোবাইল 01865082830
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
     ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
দেবিদ্বার থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল  01713373687 মোবাইল 01865082815 মোবাইল 01865082831
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ই-মেইল
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice
মুরাদনগর থানা
অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসার
মোবাইল 01713373695 মোবাইল  01865082816 মোবাইল  01865082832
টেলিফোন
টেলিফোন
টেলিফোন
ফ্যাক্স
ফ্যাক্স
ফেইসবুকপেইজ www.facebook.com/comillapolice    

ভিসা ছাড়াই ৫০ দেশে যেতে পারেন বাংলাদেশিরা




একজন বাংলাদেশি হিসেবে আপনি গর্ব করতেই পারেন। কারণ ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টের জোরে আপনি ৫০টি দেশ ভ্রমণ করতে পারবেন। আর্থিক খাতের উপদেষ্টা প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল প্রভাবশালী পাসপোর্টের তালিকা তৈরি করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭তম।
অরটন ক্যাপিটালের নিয়ন্ত্রিত পাসপোর্ট ইনডেস্ক ডটঅর্গ ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ দেশগুলোর কয়েকটিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজনই হয় না। বাকি দেশগুলোর প্রায় সবগুলোর ক্ষেত্রেই সেখানে পৌঁছে ‘অন অ্যারাইভাল ভিসা’ করে নিতে হবে। আর, দু-একটি দেশের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা প্রযোজ্য।
পাসপোর্ট ইনডেক্স ডটঅর্গে বিভিন্ন দেশের পাসপোর্টের প্রভাব নিয়ে ৮০ পর্যন্ত তালিকা করা হয়েছে,  যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭। কোনো দেশের পাসপোর্টধারী ভিসা ছাড়াই অন্য দেশের যাওয়ার সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও মাইক্রোনেশিয়া ও টোগোর পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন। পাসপোর্টের প্রভাবের তালিকায় সার্কভুক্ত দেশগুলোর অবস্থান হলো, আফগানিস্তান ৭৯ (পূর্বে ভিসা লাগবে না ৩৮ দেশে), ভারত ৫৯ (ভিসাহীন ৫৯), পাকিস্তান ৭১ (ভিসাহীন ৪৬), মালদ্বীপ ৫৩ (ভিসাহীন ৬৫), নেপাল ৭৯ (ভিসাহীন ৩৮), ভুটান ৭৯ (ভিসাহীন ৪০), শ্রীলংকা ৭০ (ভিসাহীন ৪৭)।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট হলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। তালিকায় এক নম্বরে থাকা দেশ দুটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৪৭ টি দেশে যাওয়া যায়। আর তালিকার একদম তলানিতে ৮০তম অবস্থানে আছে সাওটম ও প্রিন্সিপে, ফিলিস্তিন, সলোমন আইল্যান্ড, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এই দেশগুলোর পাসপোর্টে মাত্র ২৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার আছে।
বাংলাদেশি পাসপোর্টধারীদের ৫০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতির কথা বলা হলেও পার্সপোর্ট ইনডেস্ক ডট অর্গ দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। আর উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাস সূত্রে নিন্মোক্ত ৪৫ টি দেশের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. বিট্রিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:
১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)
বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :
১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

                                                                                                 wWw.FB.Com/mNews24

স্ত্রী যখন বয়সে বড় জেনে নিন কিছু সমস্যা ও সমাধান !



আজ আমাদের ফিচার সেইসব সমস্যা নিয়ে, যেগুলো দেখা দিতে পারে স্ত্রী বয়সে স্বামীর চাইতে বড় হলে। একই সাথে রইলো কিছু সম্ভাব্য সমাধানও।
দেখা যায় স্বামী বয়সে একটু নয়, অনেকটা বড় হলেও সেটা নিয়ে মাথা ঘামাতে দেখা যায় না কাউকে। কিন্তু স্ত্রী যখন বয়সে বড় হয় তখন সামাজিক ভাবেই তৈরি হয় নানান সমস্যা। শুধু সামাজিক নয়, কিছু শারীরিক ও মানসিক সমস্যার মাঝ দিয়েও অতিক্রম করতে হয় এসব দম্পতিকে। কীভাবে সামাজিক গুঞ্জনের মোকাবেলা করবেন, কেমন হওয়া উচিত স্ত্রীর আচরণ, কোন কথাগুলো না বললেই ভালো, যৌন জীবন ও সন্তান নিয়ে সমস্যা ইত্যাদি এড়াতে কী করবেন সে সমস্ত বিষয়ে রইলো কিছু পরামর্শ।
কিছু ক্ষেত্রে গোপন করে যাওয়াই ভালো
আমাদের সমাজে এখনো স্ত্রী বয়সে বড় হবার ব্যাপারটাকে ভালো নজরে দেখা হয় না। এমনকি বয়সের পার্থক্য ২/১ বছরের হলেও না। যদি বিয়েটা প্রেমের হয়ে থাকে, তাহলে স্ত্রীর বয়সে বড় হবার ব্যাপারটা সকলকে ফলাও করে বলার কোন প্রয়োজন নেই। বয়সের পার্থক্য খুব বেশি না হলে নিজেদের সমবয়সী হিসাবেই বলুন সবার কাছে। একান্তই যদি কাউকে জানাতে হয় তবে পরিবারকে জানান। এতে অহেতুক অনেক সমস্যা থেকেই মুক্তি মিলবে।
স্ত্রী যখন বয়সে বড়: কিছু বিব্রতকর সমস্যা ও সমাধান
স্ত্রী বয়সে বড় হলে বলাই বাহুল্য যে আত্মীয়স্বজন ও বন্ধুদের দ্বারাই নানান রকম সমালোচনা ও অহেতুক গুঞ্জনের শিকার হতে হয়। বিশেষ করে প্রেমের বিয়ে হলে তো আরও অনেক বেশি। অনেকে অনেক রকমের সমালোচনা করে, কেউ সামনা সামনিই কথা শোনায়, অনেকে আবার এই সমস্যা-সেই সমস্যা বলে নানান রকমের ভয় দেখাবার চেষ্টা করে। এসব শুনে যদি বিচলিত হয়ে যান, তাহলে কিন্তু শুরুতেই সমস্যা দেখা দেবে দাম্পত্যে। আপনারা পরস্পরকে ভালোবাসেন, তাই এসব কথা কানে নেবেন না। বা পাল্টা কিছু বলতেও যাবেন না। এতে অশান্তি বাড়বে। যে যা বলছে বলতে দিন, কারণ আপনারা জানেন আপনারা কী।
স্ত্রীর আগে বিয়ে হয়ে থাকলে দেখা দিতে পারে আরও অনেক বেশি সমস্যা
অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষ হয়তো এমন কাউকে বেছে নিচ্ছেন সঙ্গিনী হিসাবে যিনি ডিভোর্সড বা বিধবা। এক্ষেত্রে এমনিতেই সমস্যা, সাথে যদি নারীর বয়স বেশি হয় তাহলে তো সমস্যার পাহাড় ভেঙে পড়বে মাথায়। এমন ক্ষেত্রে খুব জেনেবুঝে তবেই সামনের দিকে অগ্রসর হোন। মনের মাঝেই ধরেই রাখুন যে পরিবার, সমাজ, বন্ধু কারো সহযোগিতা আপনারা পাবেন না। তাই মন শক্ত করে লড়াই করবার জন্য তৈরি থাকুন যদি আপনাদের ভালোবাসা মজবুত হয়ে থাকে।
দুজনের মাঝে মানসিক পরিপক্কতার অভাব হতেই পারে
স্ত্রী বয়সে বেশ কিছু বছর বড় হলে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। মেয়েদের মানসিক পরিপক্কতা এমনিতেই একটু আগে আসে ছেলেদের চাইতে, তাই স্বামীর বয়স কম হলে সমস্যা হতেই পারে। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে দুজনকেই। স্ত্রী খুব বেশি গুরুজনের মত আচরণ করতে যাবেন না, অন্যদিকে স্বামীও ছেলেমানুষি ত্যাগ করে একটু ম্যাচিউর আচরণ করুন। ভালোবাসা থাকলে এটা কোন ব্যাপারই না। মনের মিল হওয়াটাই আসল বিষয়।
যৌন জীবনে সমস্যা
বয়সের পার্থক্য বেশি হলে এ কথা বলাই বাহুল্য যে জীবনের পথে স্ত্রীর দৈহিক বার্ধক্য আগে চলে আসবে। পুরুষেরাই স্বাভাবিকভাবেই নারীর চাইতে শারীরিকভাবে বেশি বয়স পর্যন্ত সক্ষম থাকেন। সেখানে স্বামীর বয়স কম হলে বলাই বাহুল্য যে এই বিষয়টি নিয়ে সমস্যা হবেই। ফলে দেখা দিতে পারে পরকীয়া সহ দ্বিতীয় বিয়ে, অশান্তি ইত্যাদি আরও নানান সমস্যা। এছাড়া পরিণত বয়সে চেহারায় বয়সের ছাপ পড়বেই। এই বিষয়টি নিয়েও ঝামেলায় পড়তে হবে। তাই আগে থেকেই মানসিকভাবে তৈরি থাকুন। সমস্যা কি নিয়ে হবে জানা থাকলে মোকাবেলা করা সহজ হয়।
পিতামাতা হওয়া
বিয়ে যখন করেছেন তখন পিতামাতা হতেই হবে। মাত্র বিয়ে করেছি, এখনই সন্তান চাইনা এমন ভাবনা একপাশে সরিয়ে রাখুন। বরং হিসাব করে দেখুন যে আপনার স্ত্রী হাতে কতটা সময় আছে মা হবার জন্য। প্রথম সন্তানের মা ৩০ বছর বয়সের মাঝেই হওয়া যাওয়া ভালো। হয়তো আরও ২/১ বছর দেরি হতে পারে। কিন্তু এর চাইতে বেশি কখনোই নয়। তাই নিজেদের দেহঘড়ির সংকেত বুঝে ফ্যামিলি প্ল্যানিংটা সেরেই ফেলুন।
                                                                                                    wWw.FB.Com/mNews24