মৃত্যুর ৩২ বছর পরেও কবরে লাশ অবিকৃত
অবস্থায়ঃ
==================================
মৃত্যু ও দাফনের ৩২ বছর পরেও ঘুঘু
মুন্সীর লাশ পাওয়া গেছে অবিকৃত
অবস্থায়। কাফনের কাপড়ও পায় নতুন
ও অক্ষত। ঘটনা ঘটে কুড়িগ্রাম সদর
উপজেলার মোগলবাসা ইউনিয়নের
চর কৃষ্ণপুর গ্রামে। স্থানীয় ইউপি
সদস্য তৈয়ব আলী জানান, ইউপি
চেয়ারম্যান ও স্থানীয় আলেম -
ওলামাদের উপস্থিতিতে লাশ
উত্তোলন করে পুনরায় দাফন করা
হয়েছে। গত ১৮ জুন সোমবার
বিকেলে ধরলা নদীর প্রবল ভাঙনে
কবর ভেঙে গেলে ভাঙা কবর থেকে
লাশ উদ্ধার করে পুনরায় ওই লাশ
কবর দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, এ নিয়ে ঘুঘু
মুন্সীর লাশ তিন বার দাফন করা
হলো। আট বছর আগে ধরলার ভাঙনের
মুখে তাঁর লাশ কবর থেকে কৃষ্ণপুর
ঈদগাহ কবর স্থানে দাফন করা
হয়েছিল। এরপর আবারও কবরস্থানটি
নদী ভাঙনের কবলে পড়লে
দ্বিতীয়বারের মতো তাঁর লাশ কবর
থেকে বের করে ধরলা নদীর পূর্ব
প্রান্তের চর মাধবরাম গ্রামের
ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
পুনরায় দাফন করে গ্রামবাসী। ৩২
বছর পর কবর থেকে অক্ষত অবস্থায়
লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে
কুড়িগ্রামসহ আশপাশের এলাকার
হাজার হাজার মানুষ লাশটিকে এক
নজর দেখার জন্য ছুটে আসে।
এ বিষয়ে এলাকার ফজলুল করিম (রহ.)
জামিয়া মাদ্রাসার মুহতামিম
মুফতি আবুল হাসান আনছারী বলেন,
লাশের শরীর ও মুখ দেখে মনে হয়
মানুষটি এই বুঝি ঘুমিয়ে গেল। ঘুঘু
মুন্সীর ছেলে হযরত আলী (৬৫) ও
আশরাফ আলী (৫০) জানান, ৩২ বছর
আগে তাঁর বাবা স্বাভাবিকভাবে
মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন
গ্রামের মসজিদে ইমামতি করেছেন।
Translate
Saturday, April 2, 2016
দুই বার দাফন করার পরও অবিকৃত অবস্তায় ঘুঘু মুন্সীর লাশ
টিএসসিতে লাঠির মিছিল,,,,,
টিএসসিতে নারীর প্রতি সহিংসতা
রোধে বিকেলে লাঠি মিছিল
প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬
mnews24
টিএসসিতে নারীর প্রতি সহিংসতা রোধে
বিকেলে লাঠি মিছিল করবে প্রীতিলতা
ব্রিগেড।সোহাগী জাহান তনুসহ
দেশব্যাপী চলমান নারী ও শিশুর প্রতি
সহিংসতা, যৌন সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা
বিশ্ববিদ্যালয় টিএসসি’র রাজু ভাস্কর্যে এ
মিছিল হবে।
আজ ২ এপ্রিল শনিবার এ মিছিল হবে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়,
‘লড়াই সংগ্রাম, সমাজপ্রগতি, নারী অধিকার
রক্ষার লড়াইয়ে অগ্রণী প্রতিষ্ঠান
প্রীতিলতা ব্রিগেড।এসবের প্রতিবাদেই
লাঠি মিছিলের আয়োজন করা হয়েছে। লাঠি
মিছিলে সবাইকে অংশ নেয়ার আহ্বানও করা
হয়েছে।
আরও বলা হয়, গত বছর টিএসসিতে
বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায়
দোষীদের গ্রেপ্তার ও বিচারের
দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ৬ লাখ
গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা
দেয়া হয়। তারপরও এখন পর্যন্ত
প্রধানমন্ত্রী, রাষ্ট্র এবং প্রশাসন
বর্ষবরণে যৌন সন্ত্রাস, সোহাগী জাহান
তনুসহ সকল যৌন নিপীড়নের ঘটনায় অসহ্য
নির্লিপ্ততা প্রকাশ করছে।
Friday, April 1, 2016
যে জঘণ্য কাজটি করলে আপনার ঘরে হতে পারে হিজড়া সন্তান ..
হিজড়া জন্ম হওয়ার কারণ :
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ হিজড়ারা জীনদের সন্তান। কোন এক বাক্তি আব্বাস (রাঃ) কে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে। জবাবে তিনি বলেছিলেন “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সংগম না করে”, সুতরাং কোন মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দারা ঐ মহিলা গর্ববতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলাম এ বলা হয় “খুন্নাস”)।
প্রমানসুত্রঃ সূরা বানী ইস্রাইল- আর রাহমান -৫৪, ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি।
বৈজ্ঞানিক ব্যাখ্যায়ঃ দেখা যায় XX প্যাটার্ন ডিম্বানুর সমন্বয়ে কন্যা শিশু আর XY প্যাটার্ন থেকে সৃষ্ট হয় ছেলে শিশু। ভ্রুনের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্য ডিম্ব কোষ জন্ম নেয়। অন্ডকোষ থেকে নিসৃত হয় পুরুষ হরমোন এন্ড্রোজেন এবং ডিম্ব কোষ থেকে নিসৃত হয় এস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রুনের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশকিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়।