Translate

Monday, March 28, 2016

ভারতে সরাসরি সম্প্রচারের সময়ে আকরামকে হেনস্থা!

স্পোর্টস রিপোর্টার : ভারতে সরাসরি টিভিতে সম্প্রচারের সময়ে হেনস্থার শিকার হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১১টার সময়ে ‘আজ তাক’ টেলিভিশনে লাইভ অনুষ্ঠানের সম্প্রচার চলার সময়ে। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস বিশ্লেষণে তখন নিজের মতামত দিচ্ছিলেন আকরাম। হঠাৎই তাকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েকজন। লাইভ টেলিভিশনের পর্দায় দেখা যায়, একজন আকরামের টেবিলের সামনে রাখা মাইক কেড়ে নিচ্ছেন। দৃশ্যতই থতমত আকরাম তখন তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। তবে কেন এই আক্রমণ, তা নিয়ে মুখ খোলেননি ওই চ্যানেল কর্তৃপক্ষ। যদিও বিষয়টি নিয়ে টুইট করেই দায় সেরেছেন তারা। আজ তাক এর স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্ত হাল্কা চালে বলেছেন, বন্ধুরা, চিন্তার কোনও কারণ নেই। ওয়াসিম আকরামের সঙ্গে ভুলভাল কোনও কিছু হয়নি। কয়েকজন শুধু তার ক্যামেরায় বাধা দিয়েছেন। দ্যাটস অল! মুম্বাইয়ে ওই লাইভ অনুষ্ঠানে আকরামকে প্রশ্ন করছিলেন বিক্রান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আকরাম। সেই সময়ই কয়েকজন সম্প্রচার বন্ধ করতে এগিয়ে আসেন বলে জানা গিয়েছে। ভারতের প্রখ্যাত সাংবাদিক জাকা জেকব এই ঘটনার নিন্দা করে বলেন, প্রিয় দেশভক্তরা, ওয়াসিম আকরামকে হেনস্থা করাটা বীরত্বের লক্ষণ নয়, এটা কাপুরুষতা।
                                                   wWw.FB.Com/mNews24

দেশে ফিরে পাকিস্তানিদের তিক্ত অভিজ্ঞতা

স্পোর্টস রিপোর্টার : ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। শহীদ আফ্রিদি ছাড়া সবাই দেশে পৌঁছেছেন করাচি ও লাহোর বিমানবন্দরে। কিন্তু সেখানে নেমেই পড়তে হয় প্রতিকূল পরিবেশে। রবিবার রাতে লাহোর ও করাচি বিমানবন্দরে নামেন পাক দলের খেলোয়াড়রা। অপেক্ষমান কয়েকশ ক্ষুব্ধ সমর্থকরা রীতিমতো নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। সবাই ‘শেম’-‘শেম’ (লজ্জা) সেøাগান দেন। নিজেদের দেশেই হাফিজ-আকমলদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়িতে উঠতে হয়। আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। কিন্তু, পরের তিন ম্যাচেই (ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) টানা হারে সেমিফাইনালের দৌড়ে ছিটকে যায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। এর আগে এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান।


                                                           wWw.FB.Com/mNews24

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ফিকশ্চার

স্পোর্টস রিপোর্টার : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছে। গ্রুপ-১ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, গ্রুপ-২ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড। আর গ্রুপ রানার আপ হয়ে সেমিতে উঠেছে ভারত। আগামী ৩০ ও ৩১ মার্চ সেমিফাইনালের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ। ৩০ মার্চ প্রথম সেমিফাইনালে লড়বে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ-ভারত দ্বিতীয় সেমিফাইনাল। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইতে।

                                             wWw.FB.Com/mNews24