স্পোর্টস
রিপোর্টার : ভারতে সরাসরি টিভিতে সম্প্রচারের সময়ে হেনস্থার শিকার হয়েছেন
পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে রবিবার
রাতে ১১টার সময়ে ‘আজ তাক’ টেলিভিশনে লাইভ অনুষ্ঠানের সম্প্রচার চলার সময়ে।
বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস বিশ্লেষণে তখন নিজের মতামত দিচ্ছিলেন আকরাম।
হঠাৎই তাকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েকজন। লাইভ টেলিভিশনের পর্দায় দেখা
যায়, একজন আকরামের টেবিলের সামনে রাখা মাইক কেড়ে নিচ্ছেন। দৃশ্যতই থতমত
আকরাম তখন তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। তবে কেন এই আক্রমণ, তা নিয়ে মুখ
খোলেননি ওই চ্যানেল কর্তৃপক্ষ। যদিও বিষয়টি নিয়ে টুইট করেই দায় সেরেছেন
তারা। আজ তাক এর স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্ত হাল্কা চালে বলেছেন,
বন্ধুরা, চিন্তার কোনও কারণ নেই। ওয়াসিম আকরামের সঙ্গে ভুলভাল কোনও কিছু
হয়নি। কয়েকজন শুধু তার ক্যামেরায় বাধা দিয়েছেন। দ্যাটস অল! মুম্বাইয়ে ওই
লাইভ অনুষ্ঠানে আকরামকে প্রশ্ন করছিলেন বিক্রান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে
কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আকরাম। সেই সময়ই কয়েকজন সম্প্রচার
বন্ধ করতে এগিয়ে আসেন বলে জানা গিয়েছে। ভারতের প্রখ্যাত সাংবাদিক জাকা জেকব
এই ঘটনার নিন্দা করে বলেন, প্রিয় দেশভক্তরা, ওয়াসিম আকরামকে হেনস্থা করাটা
বীরত্বের লক্ষণ নয়, এটা কাপুরুষতা।
wWw.FB.Com/mNews24