Translate

Saturday, March 26, 2016

হোমনায় তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন







কুমিল্লার হোমনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা।

শনিবার উপজেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন শেষে একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা তনু হত্যার বিচার চাই, তনু আমার বোন, সমাজকে নিরাপদ করো মা-বোনকে রক্ষা করো বিভিন্ন স্লোগান দিতে দিতে আদর্শ হাই স্কুল মাঠে প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে ঢুকে পড়ে।
এতে হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়, হোমনা ডিগ্রি কলেজ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা ইসলামিয়া আলিম মাদ্রাসা,খাদজি মমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়,কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা মিছিলে অংশগ্রহন করে|
                                                                                     wWw.FB.Com/mNews24

দেবিদ্বারে ১০টিতে আ.লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র


কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দেবিদ্বার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে বড়শালঘর ইউপিতে মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ঝারু (নৌকা), ইউছুফপুর ইউপিতে মোস্তফা কামাল চৌধুরী (নৌকা), রসুলপুর ইউপিতে মো. কামরুল হাসান (নৌকা), ফতেহাবাদ ইউপিতে খন্দকার এম.এ ছালাম (নৌকা), জাফরগঞ্জ ইউপিতে সোহরাব হোসেন (নৌকা), এলাহাবাদ ইউপিতে মো. সিরাজুল ইসলাম সরকার (নৌকা), রাজামেহার ইউপিতে মো. জাহাঙ্গীর আলম (নৌকা),
নির্বাচিত
ভানী ইউপিতে মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল (নৌকা), ধামতী ইউপিতে মো. ময়নাল হোসেন মনির (নৌকা), সুলতানপুর ইউপিতে মো. সফিকুল ইসলাম (নৌকা), মোহনপুর ইউপিতে মো. শহিদুল ইসলাম (ধানের শীষ) ও সুবিল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের সরকার (আনারস) বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

                                                                                             wWw.FB.Com/mNews24

মুরাদনগর থানার পঁাচকিত্তা গ্রামে খুন।

১১ নং দক্ষিণ রামচন্দ্রপুর (পাঁচকিত্তা) গ্রামের উওর
কান্দির মোঃ নজরূল মিয়াকে আবুল নামে এক
সন্ত্রাসী ছুরির আঘাতে হত্তা করেন। আবুল এবং
তার বাবা-মাকে পুলিশের হাতে দেয়া
হয়েছে।